1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

করোনাভাইরাসে আক্রান্ত প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ১০৮ বার সংবাদটি পাঠিত

নিজস্ব প্রতিবেদক :  প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে জ্বর হওয়ায় ৫ জুন তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। গতরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় তার পজেটিভ রেজাল্ট আসে। এরপর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি তাকে অবহিত করা হয়। তবে আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ আছেন জাহিদ হাসান টুকুন। তিনি জানান, কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এর বাইরে করোনার কিছু উপসর্গও ছিল। এজন্য তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন জানান, এই মুহুর্তে তার শরীরে জ্বরও নেই। করোনার অন্যকোন উপসর্গও তেমন পরিলক্ষিত হচ্ছে না। তিনি শারীরিক ভাবে কোন সমস্যাও অনুভব করছেন না। তাই বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। প্রয়োজন না হলে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন। যশোর জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য জাহিদ হাসান টুকুন পরিপুর্ন সুস্থ হওয়ার জন্য সাংবাদিকসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধ এবং করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে নানামুখী সমস্যায় পড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বার্থে শুরু থেকেই সামনে থেকে কাজ করেছেন জাহিদ হাসান টুকুন। তিনি ব্যক্তিগতভাবেও অনেককে সহায়তা করেছেন। এদিকে, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের আশু সুস্থতা কামনা করেছেন ক্লাবের সহ-সভাপতি নূর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু, সম্পাদক আহসান কবীরসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION