1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শার্শায় চলতি মৌসুমে পাটের আবাদ বেড়েছে

  • প্রকাশের সময় রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৯৩ বার সংবাদটি পাঠিত

সোনালী স্বপ্ন দেখছেন পাট চাষিরা
মোঃ আসাদুর রহমান,শার্শা প্রতিনিধি ঃ যশোরের শার্শায় চলতি মৌসুমে পাটের আবাদ বেড়েছে। গেল বছরের তুলনায় চলতি মৌসুমে ১হাজার হেক্টর বেশি জমিতে পাট পাটের আবাদ বেড়েছে। পাট একটি বর্ষাকালীন ফসল। বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে এবং পাটই বাংলদেশের শত বর্ষের ঐতিহ্য বাহন করে আসছে যুগ যুগ ধরে।
সাধারনত দুই ধরনের পাট বাংলাদেশে দেখতে পাওয়া যায- একটি মেস্তা(সাদা পাট) ও অন্যটি তোষা পাট। বিগত বছর গুলোতে কৃষকরা পাট চাষে তেমন এটকা সফলতা না পেলেও চলতি পাট মৌসুমে যশোরের শার্শা উপজেলায় পাট চাষে ভালো ফলনের স্বপ্ন দেখছে পাট চাষিরা। আর এ জন্য উপজেলা কৃষি বিভাগের সহায়তায় কৃষকরা নানা পদক্ষেপ গ্রহণ করছে৷
শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কয়েকজন চাষী বলেন,আমাদের এখানে বিল এলাকার কয়েকটা মাঠে পাট চাষ করে টানা কয়েকবারে বৃষ্টিতে আমাদের পাট ক্ষেত নষ্ট হয়ে গেছে৷ এবারও পাট চাষ করেছি। আশা করছি এবার পাট চাষে অনেকটা ক্ষতি পুষিয়ে নিতে পারবো।
তারা আরো বলেন, পাট চাষে প্রতি বিঘায় অনেক টাকা খরচ হয়েছে। আর এখন দামও আগের থেকে ভাল। পাটের বাজার চাহিদা থাকলে এবং ভালো দাম পেলে আমাদের সোনালী স্বপ্ন পুরন হবে। এছাড়া শার্শা কৃষি অফিস থেকে কৃকষদের পাটের ভাল দাম ও গুণগত মান বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে৷
শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল জানান, শার্শা উপজেলায় এবার মোট ৫ হাজার ৬শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গতবার ছিলো প্রায় ৪ হাজার ৬শ হেক্টর। চলতি মৌসুমে ১হাজার হেক্টর বেশি জমিতে পাট চাষ বৃদ্ধি পেয়েছে৷
পাটের মান ভালো হলে, দামও বেশি পাওয়া সম্ভব বলে জানান তিনি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION