মোঃ তরিকুল ইসলাম : যশোরের কেশবপুর আজিজ কো অপারেটিভ কমাস’ এন্ড ফাইন্যান্স ব্যাংক লিঃ। কেশবপুর শাখার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম (40)কে মারধরও খুনের হুমকি দিয়ে জোর করে অলিখিত ষ্টাম্পে সাক্ষর করে নিয়াই জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানাযায় কেশবপুর বাগদা গ্রামের মৃঃজনাব আলীর ছেলে শরিফুল ইসলাম আজিজ কো অপারেটিভ কমাস’ এন্ড ফাইন্যান্স ব্যাংক লিঃ কেশবপুর শাখার সেকেন্ড অফিসার পদে 2013 সালে যোগদান করেন । এবং ইয়াকি এলাকায় 9/10 জন চার বছর মেয়াদী ফ্রিক্রট ডিপজিষ্ট,সেভিংস একাউন্ট, ডিপিএস ,হিসাব খুলে ব্যাংকে টাকা জমা রাখে যার পরিমান প্রয় 21 লাক্ষ টাকা হবে। এর ভিতরে 2019 সালে শুরুতে শরিফুল কে মনিরামপুর শাখায় বদলি করেদেন। বাগদা গ্রামের কাশেম মোড়লের স্ত্রী আলেয়া বেগমের মেয়াদ শেষ হলে কেশবপুর শাখা থেকে টাকা ফেরত দিতে না পারার কারনে। আলেয়া বেগমের পক্ষোনিয়ে মৃঃ আঃ করিম মোড়লের ছেলে মশিয়ার রহমান, দীন মোহাম্মদের ছেলে টিকুল হোসেন, কাশেম মোড়লের ছেলে জাহাঙ্গীর হোসেন, মজিবর রহমানের ছেলে মফিজুর রহমান নান্নু, কাশেম মোড়লের ছেলে আলী হোসেন ও আলমগীর হোসেন, মৃঃইউসূফ মোড়লের ছেলে আবুল কাশেম, মৃঃ সরবত মোড়লের ছেলে কাশেম মোড়ল সহ আরো অনেকে ইং 5/6/2020 তারিখে মার ধর করে খুনের হুমকি দিয়ে জোরপূর্বক অলিখিত ষ্টাম্পে স্বাক্ষর করে নেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি ধরে বিষাটা নিষ্পত্তি করতে চাইলে মিমাংসা না হওয়ায় ভবিষ্যতের জন্য কেশবপুর থানাই সাধরন ডায়েরী করি ইং20/6/2020 তারিখে যাহার নং 716। ডায়েরী করার পর ।এখোনো আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।এমোন কি ইং 27/6/2020 তারিখে 01749321574 নাম্বারে থেকে ফোন করে বলে খুন করে বস্তাই ভরে নদীতে ফেলে দিবে বলে হুমকি দিচ্ছে। উক্ত বিষায়টা সাংবাদিকরা টিকুলের কাছে জানতে চাইলে টিকুল বলে এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহিন আমাদের হয়রানি করার জন্য শরিফুল এসব করছে বলে জানাই টিকুল ।