খাজুরা প্রতিনিধিঃ উপশহর খাজুরা বাসস্ট্যান্ড হতে ৩ জুলাই বিকেলে ৩জন হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে মামলায় আসামীরা হচ্ছে, যশোর বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের ইয়াছিন সরকারের ছেলে শাহ আলম, শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাসুদ রানা ও বেনাপোল পোর্ট থানার অন্তর্গত গাজীপুর গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন।
বিজিবি’র সূত্রগুলো জানান,৩ জুলাই শুক্রবার বিকেল ৩টায় উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেট কার জব্দ করে। এ সময় উক্ত কারের মধ্যে থেকে ৩জনকে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে ১লাখ ১৫ হাজার ইউএসএ ডলার যা বাংলাদেশী মুদ্রা ১ কোটি ২২লাখ ৫৬ হাজার ৬শ’ টাকার পরিমান। গ্রেফতারকৃতরা বিজিবি’র কর্মকর্তাকে জানান,তারা দীর্ঘদিন যাবত স্বর্ণ ও হুন্ডি কারবারি কলে আসছে।#