স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসে যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৩জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাঠানো গত ২৪ ঘন্টায় শুধুমাত্র ৩টি নমুনা পজিটিভ পাঠানো হয়েছে। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন শনিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ৩জনের মধ্যে যশোর শহরের বারান্দীপাড়ার মোস্তাফা (৪৮) ও অভয়নগর উপজেলায় ২জন। আক্রান্তকারীদের মধ্যে থেকে সুস্থ্য হয়েছেন ২৪০জন। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে,শুক্রবার ৩ জুলাই যশোর জেলা থেকে ৪৯টি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। জেনোম সেন্টার থেকে শনিবার কোন রিপোর্ট দেয়া হয়নি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো নমুনার মধ্যে ৫শ’ ১৬টি রিপোর্ট পেন্ডিং রয়েছে বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে। সূত্রটি আরো জানায়,শনিবার ৪ জুলাই যশোর জেলা থেকে ১৩৪টি নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। এ রিপোর্ট পর্যন্ত যশোর জেলায় কোভিড-১৯ ভাইরাসে মারা গেছে ১২জন জেলা স্বাস্থ্য বিভাগের রেকর্ড থেকে জানাগেছে।#