1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোর শহরের বেজপাড়া চোপদার পাড়ায় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী অপহরনের অভিযোগে মামলা

  • প্রকাশের সময় শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৪ বার সংবাদটি পাঠিত

স্টাফ রিপোর্টারঃ শহরের বেজপাড়া কবরস্থান রোড চোপদার পাড়ার এক বাড়ি হতে মাদ্রাসা শিক্ষার্থী সুবাইতা কবীর এশা (১৭)কে প্রকাশ্যে অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করা হয়েছে। এরা হচ্ছে, বেজপাড়া কবরস্থান রোড চোপদার পাড়া বিশ^াস পাড়ার শহিদ (রাজ মিস্ত্রী) এর ছেলে রিয়াজ,সদর উপজেলার রাজারহাট কচুয়া গ্রামের রোকনের স্ত্রী ও শহিদের মেয়ে শ্যামলী ও বেজপাড়া কবরস্থান রোড চোপদারপাড়া বিশ^াস পাড়ার মৃত আলকাসের ছেলে সোহেলসহ অজ্ঞাতনামা ২/৩জন।

অপহৃতা মাদ্রাসার শিক্ষার্থীর বাবা এনামুল কবির মুক্তি শুক্রবার ৩ জুলাই কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে সুবাইতা কবীর এশা আশ্রম রোড মহিলা মাদ্রাসা থেকে এ বছর এসএসসি পাশ করেছে। এশা মাদ্রাসায় আসা যাওয়া প্রাক্কালে রিয়াজ প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রস্তাব দেয়। এশা প্রস্তাবে রাজী না হয়ে তার পিতা মাতাকে বলে। এশার পিতা মাতা রিয়াজ ও তার আত্মীয়স্বজনকে উত্যক্ত করতে বাধাঁ নিষেধ করে। রিয়াজ এতে ক্ষিপ্ত হয়ে অপহরণের সুযোগ খুঁজতে থাকে। রিয়াজের সহযোগীরা উল্টো রিয়াজকে উসকানী দেয়। গত ২৮ জুন সকালে এশা তার চাচা হুমায়ুন কবীরের বাড়িতে যাওয়ার সময় সকাল ৬ টায় বাড়ির সামনে অবস্থান কালে রিয়াজসহ তার সহযোগীরা একটি অজ্ঞাতনামা নাম্বারের প্রাইভেট কার নিয়ে এশাকে ফুসলিয়ে প্রাইভেট কারে তুলে রাজারহাটের দিকে চলে যায়। এশাকে প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার সময় এশার মাতা রুবিনা বেগম রক্ষা করতে এসে ব্যর্থ হয় বলে মুক্তি এজাহারে উল্লেখ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হলেও পুলিশ এশাকে উদ্ধার কিংবা অপহরণকারী রিয়াজকে গ্রেফতার করতে পারেনি।#

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION