1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুর একটি দোকানে ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি আটক ১

  • প্রকাশের সময় শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৭৬ বার সংবাদটি পাঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলার ভান্ডারখোলা বাজারের একটি ইলেকট্রনিক্রোর দোকানে দু সাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ সমায় চোরেরা নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় পুলিশ ওই বাজারের এক নাইট গার্ডকে আটক করেছে। জানা গেছে উপজেলার মোমিনপুর গ্রামের সামছুর রহমানের ছেলে জিল্লুর রহমান ভান্ডরখোলা বাজারে মেসার্স লিজা মোবাইল এন্ড ইলেকট্রনিক্রা নামের একটি দোকান করে দীর্র্ঘদিন ব্যবসা বাণিজ্য করে আসছেন। গত ২৯ জুন রাতে প্রতিদিনের ন্যায় তিনি দোকানের শার্টারের তালা লাগিয়ে বাড়িতে চলে যান। তিনি ৩০ জুন সকালে গিয়ে দেখেন দোকানের শার্টারের তালা কাটা।দোকানের ভেতরে ঢুকে দেখেন ক্যাশ বাক্রোর তালা ভেঙ্গে ২ লাখ ৪ হাজার ২ শত টাকা,২০৮ টি টার্স মোবাইল ফোন, ৬ টি পাওয়ার ব্যান্ডসহ ৫ লাখ ৪৬ হাজার ৭ শত টাকার বিভিন্ন মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে।তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি বাজার কমিটির সভাপতি ও বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে অবহিত করেন। এ সময় বাজার কমিটির সভাপতি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিসি বৈঠক বসেন। সালিসে জিঞাসাবাদের এক পর্যায়ে বাজারের নাইটগার্ড আব্দুল সাত্তার স্বীকার করেন তার সহযোগি সাজ্জাত হোসেনসহ অজ্ঞাত ২ জন যোগসাজরস এ চুরির ঘটনা ঘটেছে।এর পর নাইটগার্ড আব্দুল সাত্তারকে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার উপ পরিদর্শক ওয়াসিম আকরাম বলেন এ ঘটনায় থানায় ২ জনকে আসামী করে মামলা করা হয়েছে। আটক নাইটগার্ড আব্দুল সাত্তারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION