1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ঝিকরগাছা উপজেলার বিভিন্ন বাজারে ৩ শতাধিক মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছে ‘আবু তোরাব যুবসংঘ’।

  • প্রকাশের সময় শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৬৯ বার সংবাদটি পাঠিত

তানভির আহমেদ-ঝিকরগাছা প্রতিনিধিঃ অসহায় মানুষের দ্বারে সাহায্য পৌঁছে দিয়ে একচিলতে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে ২০১৭ সালের শেষের দিকে যাত্রা শুরু করে আবু তোরাব যুবসংঘ। উপজেলার বিভিন্ন অঞ্চলের যুবকদের অক্লান্ত প্রচেষ্টায় সংগঠনটি আজ তাদের মূল লক্ষ্যে কাজ করার স্বপ্ন অনেকাংশেই বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই তাই অসহায় দরিদ্র মানুষের মাঝে উল্ল্যেখযোগ্য হারে শীতবস্ত্র বিরতণ, বিনামূল্যে শিশুশিক্ষা প্রদাণ ও দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যয় বহণসহ বেশকিছু কাজের মাধ্যমে মানুষকে সাহায্য করে আসছে এবং আগামী প্রজন্মকে সফলভাবে দেশপ্রেমের শিক্ষাগ্রহণে সার্বিক সহায়তা প্রদান করছে সংগঠণটি।

বর্তমানে দেশে করোনা মহামারিতে জর্জরিত মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে স্বেচ্ছাসেবী এই সংগঠণের কর্মীরা। উপজেলার নির্বাসখোলা ও হাজিরবাগ ইউনিয়নের বিভিন্ন বাজারে উপস্থিত ক্রেতা এবং দোকানিদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করে সংগঠণটি। একইসাথে সন্ধ্যা ৭ টার পর সকল দোকানপাট বন্ধ করার ব্যাপারেও তারা সরকারী নির্দেশনা অনুসরণের জোর তাগিদ দেয়।

সংগঠণের সেক্রেটারি জনাব আজমিনুর রহমান নয়ন এর সাথে এব্যাপারে কথা বলতে গেলে তিনি প্রতিদিনের কণ্ঠ প্রতিনিধিকে জানান, বিগত দিনের মত সমাজসেবা মূলক কাজ তারা আগামিতেও অব্যাহত রাখবে এবং পরবর্তিতে তারা জেলার অন্যান্য উপজেলাতেও অনুদান পাঠানোর ব্যবস্থা করবে। এজন্য ঝিকরগাছাসহ সকল উপজেলার যুবকদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে আবু তোরাব যুবসংঘের সাথে যোগদানের জন্যে তিনি আহ্বান জানাচ্ছেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION