1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

করোনা প্রতিরোধে আইডিয়া উদ্ভাবিত “ইমিউনিটি পিঠা”

  • প্রকাশের সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১৮৪ বার সংবাদটি পাঠিত

 

রাশেদুল ইসলাম পাপ্পু (যশোর সদর পৌর প্রতিনিধি)

সরকারি এম এম কলেজর সহকারী অধ্যাপক Hamidul Huq Shaheen স্যারের তত্ত্বাবধানে একদল শিক্ষার্থীর যাত্রা শুরু করে আইডিয়া পিঠা পার্ক। এটি যশোর শহরে খড়কী পীর বাড়ী অবস্থিত।
কোনো ঔষধ বা ভ্যাক্সিন নেই! কাজেই নিজের immune power বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শে আইডিয়ানদের দিন রাত পরিশ্রম আর গবেষণার ফল এই “ইমিউনিটি” পিঠা। ত্বীন বা ডুমুর, কালোজিরা , চিকেন মিট সহ ১২টি ঔষধি মশলার সমন্বয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তৈরি এই পিঠা।

আশ্চযর্জনক ও বিস্ময়কর এক ফলের নাম ডুমুর বা ত্বীন ফল। স্বয়ং সৃষ্টিকতার পবিত্র কোরআনে যার বণর্না করেছেন । এর ইমিউনো শক্তি অসাধারণ।
‌Covid-19 এ সবথেকে বেশি কষ্ট পায় মানুষ শ্বাসকষ্টে।কালিজিরা শ্বাসপ্রশ্বাসের সমস্যা কমায়।
‌ ক্ষতিকর জীবাণু নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে । খেতে সুস্বাদু এ পিঠায়
এছাড়াও মাংস, আদা, রসুনসহ ১২ টি ঔষধি মসলার মিশ্রণ রয়েছে।

যশোর শহরে হোম ডেলিভারী দিচ্ছে এ পিঠা তারা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION