কেশবপুর সংবাদদাতাঃ কেশবপুরে ধান চাউল ক্রয়ে সরকারি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। গত ২০ মে বোরোধান ও চাউল ক্রয়ের উদ্বোধন করা হয়। খাদ্য গুদামে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ধান ২৫শ ৫৩ টন ও চাউল ১৬শ ৩৪ টন। উদ্বোধন করেন ক্রয় কমিটির সভাপতি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর খাদ্য গুদামে মাত্র ৩৬ টন ধান কৃষকের নিকট থেকে ক্রয় করা সম্ভব হয়েছে। অপর দিকে ৫৫ জন মিলার সরবরাহ করেছেন ১শ৭৫টন চাউল। যা লক্ষ্যমাত্রা অনুযায়ী নগণ্য। সব মিলিয়ে কেশবপুরে ধান চাউল ক্রয়ে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে।
কেশবপুর উপজেলা গুদাম কর্মকর্তা আলী হাসান সাংবাদিকদের জানান, শুরু থেকে প্রাকৃতিক দূর্য়োগ ও করোনা মহামারির কারণে কৃষকরা তাদের ধান সরবরাহ করতে পারে নি। তা ছাড়া চিকন চাউল গুদামে ১হাজার ৪০ টাকা করে ক্রয়ের সিদ্ধান্ত হওয়ায় বাজার মুর্য কৃষকরা বেশি পাওয়ায় কৃষকরা ধান গুদামে বিক্রিতে আগ্রহ হারাচ্ছে। তবে ৫৫ জন মিলার আগামি ৩১ আগষ্টের ভিতর তাদের চাউল সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন।