1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মণিরামপুরে আবারও ০৭ জন করোনা আক্রান্ত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪০ বার সংবাদটি পাঠিত

স্টাফ রিপোর্টারঃ মণিরামপুরে আজও একদিনে নতুন ০৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানানো হয়।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার (৩০ জনু) একসাথেই ০৭জন আক্রান্তের রিপোর্ট এসেছিল। সব মিলিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩৮।

ডা. শুভ্রা রানী বলেন, “করোনা পজেটিভ রিপোর্ট আসা ০৭ জনের সবাই জ্বর, সর্দি-কাশি উপসর্গ নিয়ে গত ২৮, ২৯ ও ৩০ জুন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দেয়। পরে সিভিল সার্জন অফিসের মাধ্যমে নমুনাগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। আজ (বৃহস্পতিবার) তাদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।”

আক্রান্ত ০৭জন হলেন মণিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসেরে এক নারী স্টাফ, হাসপাতালের সামনের বাসিন্দা পল্লী বিদ্যুৎ অফিসের এক লাইনম্যান এবং উপজেলার হাকোবা, খানপুর, পাতন, উত্তর লাউড়ী ও জুড়ানপুর গ্রামের একজন করে পুরুষ।

ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, নতুন আক্রান্ত সাতজনের সঙ্গে কথা হয়েছে। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আক্রান্তদের বাড়ি লকডাউন করার জন্য তাদের নাম-ঠিকানা উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।

আক্রান্তদের বাড়ি লকডাউন করার ব্যাপারে জানতে চাইলে ইউএনও সৈয়দ জাকির হাসান বলেন, “হাসপাতাল থেকে আক্রান্তদের নাম ঠিকানা নিয়ে দ্রুতই তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে বাড়ি লকডাউন করা হবে।”

করোনা পরীক্ষা করার জন্য এই পর্যন্ত মণিরামপুর হাসপাতাল থেকে ২৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া এই উপজেলার অনেকেই যশোর জেনারেল হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নমুনা দিয়েছেন। তারমধ্যে এই উপজেলায় মোট ৩৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ইতোমধ্যে ১৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION