1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মহামারীতে স্বাস্থ-সম্মত বাহন দ্বি-চক্রযান!

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৫৫ বার সংবাদটি পাঠিত

শুভ আকবর, চট্টগ্রাম প্রদিনিধিঃ আজ পৃথিবীটা হয়তো বড্ড অসুস্থ ও ক্লান্ত। এই ক্লান্ত শরীরের উপর পেট্রোল-ডিজেল পুড়িয়ে আর ধোঁয়া উড়িয়ে ছুটে চলেছে শত-সহস্র বাহন৷ কারো শেষ তো কারো শুরু।

এই পথচলার যেন বিরাম নেই। ক্লান্ত-শ্রান্ত পৃথিবীতে এখন আবার দেখা দিয়েছে নতুন অসুখ। লোকে তার নাম দিয়েছে করোনাভাইরাস, ডাকনাম কোভিড নাইনটিন। তবে এই অসুখে হয়তো পৃথিবীর ভিন্ন সুখ খোঁজে নেওয়ার সুযোগ আসবে৷ কারণ সংক্রামক এই ভাইরাস ঠেকাতে দেওয়া লকডাউনে বিশ্বজুড়েই বন্ধ গণপরিবহন চলাচল। অন্যান্য বাহনও রাস্তায় নামছে খুব সীমিত পরিসরে।

প্রকৃতপক্ষে করোনায় স্বাভাবিক নাগরিক পথচলা অনেকাংশে বদলে গিয়েছে। ঘরবন্দি হয়ে বসে না থেকে হোম অফিসের মতো নানা বিকল্প দেখা যাচ্ছে হরহামেশাই। তবে সব কিছু তো ঘরে বসে করা যায় না। দীর্ঘ দিন বন্দি থাকার পর মানুষ সাধারণ কাজকর্ম বা জরুরি প্রয়োজনেও বের হয়৷ গণপরিবহণ বন্ধ থাকায় এই পথচলা ভীষণ দুষ্কর৷ একদিকে যানবাহন অপ্রতুল, অপর দিকে কোনো গাড়ির খোঁজ পাওয়া গেলে লকডাউনে তা ব্যয়বহুল হয়ে উঠেছে আগের চেয়ে বেশি। ফলে সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রাও বিলাসে পরিণত হচ্ছে। এখন তাই হন্য হয়ে বিকল্প বাহন খোঁজে বেড়ানোর সময়!

আর তখনই নগরীর রাস্তায় যেন নতুন করে প্রাণ ফিরে পেলো

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION