যশোরেে লুৎফর রহমান (৭০ ) নামে আরেক করোনা রোগী মারা গেছেন। সোমবার বিকেলে যশোরের করোনা ডেডিকেটেড হাসপাতাল জিডিএল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ নিয়ে আজ পযন্ত যশোরে করোনা আক্রান্ত হয়ে ১১ জন মারা গেলেন। আজ যবিপ্রবি থেকে পাওয়া রিপোর্টে শহরের কাজীপাড়া এলাকার শামিমুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হওয়া যায়; তিনি দুইদিন আগেই মারা যান। সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডেডিকেটেড হাসপাতাল গ্রিন ড্রিম লিমিটেড (জিডিএল)-এর ইনচার্জ ডা. পলাশকুমার দাস বলেন, যশোর উপশহর ই-ব্লক এলাকার লুৎফর রহমান গত ২৪ জুন হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগে ভোগার পাশাপাশি কোভিড-১৯ পজেটিভ ছিলেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে হাসপাতালটিতে ২২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ২৯ জুন পর্যন্ত জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৫৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৭২ জন। গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন শনাক্ত হয়েছেন ৩৯ জন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মৃত করোনা রোগীকে পর্যাপ্ত নিরাপত্তাসহকারে দাফন-কাফন করা হবে।#