কেশবপুর প্রতিনিধি:
শিরোনামঃ
কেশবপুরে সাংবাদিকদের মাঝে মাস্ক প্রদান
কেশবপুরে সাংবাদিকদের মাঝে মাস্ক প্রদান করা হয়েছে। সোমবার সকালে বাঘ মোড়ে কেশবপুর নিউজক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমানের নিকট
মাস্ক প্রদান করেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ,সাউথ ক্লাস্টার এর চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশের শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গার প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, জাহানপুুর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল দাস প্রমূখ।
শিরোনামঃ
কেশবপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৭টি ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা
কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী স্বাস্থ্যবিধি না মেনে বিকাল ৪ টার পরেও দোকান খুলে রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
কেশবপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী স্বাস্থ্যবিধি না মেনে বিকাল ৪ টার পরেও দোকান খুলে রাখায়উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা শনিবার সন্ধ্যায় আলতাপোল গ্রামের ইসরাফিলের পূত্র চায়ের দোকানদার মিন্টুকে ৩ শত টাকা, একই গ্রামের রেজাউলের পূত্র চায়ের দোকানদার আবু সাইদকে ৩ শত টাকা, বাজিদপুর বাজারের চায়ের দোকানদার কওছার আলীকে ৩ শত টাকা, আটন্ডা বাজারের চায়ের দোকানদার তামরুল হাসানকে ৫ শত টাকা, একই বাজারের চায়ের দোকানদার আবু সাইদকে ৫ শত টাকা, তেঘরির চায়ের দোকানদার আতিয়ার রহমানকে ৫ শত টাকা ও তেঘরি বাজারের আড়ৎদার এদায়েত আলীকে ৫ শত টাকা জরিমানা করেন।
শিরোনামঃ
কেশবপুরে কৃতি সন্তান ডাঃ শফিকুল ইসলাম অপু মালয়েশিয়াবিজেপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত
কেশবপুরের কৃতি সন্তান ডাক্তার শফিকুল ইসলাম অপু বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর মালয়েশিয়া ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, ডাঃ শফিকুল ইসলাম অপু কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামে ১৯৮৭ সালের ১৫ আগস্ট এক সম্রান্ত পরিবারে জন্ম। তার পিতার নাম মশিয়ার রহমান। তিনি হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি ও পাকশি আইডিয়াল থেকে ২০০৭ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ডিএমএ, সিএমএ, বিএইচডিএস, এমএন্ডসি-হেলথ, বিডিএ ও ফার্মেসিস্ট কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।শিক্ষাজীবন শেষে কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার-জেএসএস এর আওতায় রিজিওনাল সেন্টার কর্মসংস্থান সৃষ্টি মূলক প্রতিষ্ঠান স্বপ্নসিঁড়ি প্যারামেডিক্যাল এন্ড টেকনোলজিক্যাল এর পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে জেএসএস কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ এর দক্ষিণ বঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে সিংগাপুর ও ইন্দোনেশিয়া সফর করে বর্তমানে ডাঃ শফিকুল ইসলাম অপু মালয়েশিয়ায় অবস্থান করছেন। ইতিমধ্যে তিনি নিজস্ব ব্যবসা ও প্রবাসীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি একটি এন্টারন্যাশনাল মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডিএক্সএন (উীহ)-এ কাজ করছেন। তিনি কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন শত শত মানুষের খাদ্য সহায়তা প্রদান করেছেন যা অব্যাহত রয়েছে। তিনি সকল সময় অসহায় মানুষের পাশে থাকেন বলে এলাকায় তাকে গরীব দুখির বন্ধু হিসাবে খ্যাতি লাভ করেছেন। মালয়েশিয়াতেও তার অনুরূপ সুনাম রয়েছে।ডা: শফিকুল ইসলাম অপু জানান, তিনি বিজেপির মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটিতে আসতে পেরে আনন্দিত। তিনি বিজেপির কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি ক্ষমতা নয় দেশকে ভালোবেসে মানুষের পাশে থেকে যে কাজ করে যাচ্ছি সেটা অজীবন সেটা অব্যহত রাখবো।তিনি সকলকে করোনা মহামারীতে স্বাস্থবিধি মেনে চলার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানন। মানুষের সেবা করার জন্য তিনি দেশবাসি নিকট দোয়া চেয়েছেন।
শিরোনামঃ
কেশবপুরে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে সামাজিক দূরত্ব না মেনেই চলছে বিল গ্রহণ কার্যক্রম
করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্বের কথা বলা হলেও তা না মেনেই কেশবপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের বিদ্যুৎ বিল গ্রহণ কার্যক্রম চলছে। যশোরের কেশবপুর জোনাল অফিসে রোবার গিয়ে দেখা যায়, নারী-পুরুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে বিদ্যুৎ বিল দিতে ও সংশোধন করতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ভুক্তভোগী গ্রাহক আব্দুর রহমান
জানান, ১ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ বিল দিতে পারছেন না অনেক গ্রাহক । এদিকে, সরকারি ভাবে কেশবপুর পৌরসভার ১নং ও ৪নং দুটি ওয়ার্ড রেড জোন ঘোষণা করে লকডাউন দেয়া হয়েছে । অফিসে অনেকেই আসছেন বিদ্যুৎ বিল সংশোধন করতে অথবা বিদ্যুৎ বিল পরিশোধ করতে । দূরত্বের তিন ফুট এর কোন তোয়াক্কা না করে লাইন দিতে দেখা গেছে বিদ্যুৎ সেবা গ্রাহকদের। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন গ্রাহকবৃন্দ।
শিরোনামঃ
কেশবপুরে থানার কম্পাউন্ডের ভেতরে পড়ে থাকা পতিত জমিতে শাক-সবজির চাষ শুরু
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী দেশে কোন জমি পতিত থাকবে না। তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের নির্দেশক্রমে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের উদ্যোগে থানার কম্পাউন্ডের ভেতরে পড়ে থাকা পতিত জমির ঝোপ-ঝাড় পরিষ্কার করে শাক-সবজির চাষ শুরু করেছেন।
বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, থানা কম্পাউন্ডের ভেতর পতিত জমির ঝোপ-ঝাড় পরিষ্কার করে ১০ টি বেড তৈরির পাশাপাশি নিচু জায়গা উঁচু করে চাষের উপযোগি করে সম্পূর্ণ বিষমুক্ত লাল শাক, কলমি শাক, পঁুই শাক, সবুজ শাক, বরবটি, ঢ়েঁড়স, সিম, কঁাচা মরিচ, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, করলা, ঝিংগাসহ বিভিন্ন প্রকারের সবজি চাষ শুরু করেছে। এ সময় ওই সবজির ক্ষেত পরিচর্যা করতেও দেখা যায়।করোনা কালীন সময়ে প্রায় এক মাস আগে তিনি বিভিন্ন প্রকারের সবজির বীজ বপন করেন। ওই সবজির ক্ষেতের কারণে থানার বাউন্ডারির ভেতরের পরিবেশ এখন যেন সবুজের সমাহারে রূপ নিয়েছে। পাশা পাশি থানার কম্পাউন্ডের ভেতরে বড় বড় গাছে দীর্ঘদিন ধরে বসবাসরত বিভিন্ন পাখির কলতানে থানা কম্পাউন্ড মুখরিত হয়ে উঠে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী দেশে কোন জমি পতিত রাখা যাবে না।তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের নির্দেশক্রমে আমি থানার বাউন্ডারীর ভেতরের ঝোপ-ঝাড় পরিষ্কার করে বিভিন্ন শাক-সবজি চাষ শুরু করেছি। সরকারের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই। সবজি চাষ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এতে আমরা সবাই বিষমুক্ত শাক-সবজি খেতে পারব। তিনি আরো বলেন, পুলিশের এই উদ্যোগ দেখে অন্যরাও যাতে আগ্রহী হন বাড়ির অঙ্গিনায় শাক সবজী চাষ করতে।
শিরোনামঃ
কেশবপুরে শিক্ষক, এনজিও কর্মীসহ ৫ জন করোনায় আক্রান্ত
কেশবপুরে সোমবার শিক্ষক, এনজিও কর্মী সহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মধুসড়কে বসবাসকারী একজন শিক্ষকসহ তার পরিবারের তিনজন, কলেজপাড়ার একজন এনজিও নারী কর্মী, বায়সা গ্রামের একজন যুবক সহ ৫ জন আক্রান্ত হয়েছে। উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আনারুল ইসলাম জানান, একই পরিবারের ৩জন সহ মোট ৫ জন আক্রান্ত হয়েছে।