সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বাধাহীনভাবে শহর গ্রামে বিক্রি হচ্ছে ভয়ংকর মাদক ইয়াবা ও ফেনসিডিল। প্রতিদিন ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য বিশেষ করে ইয়াবা ও ফেনসিডিল ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশব্যাপী। সাথে সাথে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জেলা ও শহরের বিভিন্ন মাদক স্পটে।
প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ও তার আশপাশের এলাকা ঘোষপাড়া,গাজীপুর,শ্রীরামপুর,খানপুর, বাদামতলা,গাংগনিয়া ব্রিজ,ঘুনা,আলিপুর,লাবসা,কদমতলা,কাশেমপুর, বেতলা বাইপাসের গ্যারেজ মোড় এলাকায়। এছাড়া বাধাহীনভাবে ফেনসিডিল বিক্রি করতে দেখা যায় দেবহাটা উপজেলার বহেরা,পুস্পকাটি ইটভাটা এলাকায়। তবে ফেনসিডিলের দাম কম থাকায় ভোমরা স্থলবন্দর এলাকা ও বহেরা,পুস্পকাটি এলাকায় মাদকসেবিদের ভিড় লক্ষনীয়।
সংবাদ প্রকাশের লক্ষ্যে সরেজমিনে মাদক স্পটেগুলোতে যেয়ে দেখাযায় খুলনা ও জেলার বিভিন অঞ্চল থেকে এসব এলাকায় মাদকাসক্তরা মোটরসাইকেলে করে দলবেঁধে এসে মাদক সেবন করতে,সকাল থেকে গভীর রাত পর্যন্ত। এসব এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ এসব মাদকসেবিদের বেপরোয়া পদচারণায় অতিষ্ট। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় কিছুই বলতে ভয়পায় সাধারণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক বহেরা পুস্পকাটির ইটভাটা এলাকায় বসবাসরত মুদি ব্যবসায়ী বলেন,এখানে কয়েকজন মাদক চোরাকারবারি ইউপি মেম্বারের সহায়তায় মাদক ব্যবসা চালিয়ে আসছে বহুদিন ধরে। এই মেম্বারই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সবসময় সুসম্পর্ক ও যোগাযোগ রাখে।
জেলার সব মাদক চোরাকারবারি চক্র,মাদক ব্যবসায়ী রাজনৈতিক সাইনবোর্ডে,প্রভাবশালী নেতা বা ব্যক্তিদের সহায়তায় বাধাহীনভাবে ব্যবসা করে আসছে বহুদিন ধরে।