মাবিয়া রহমান,মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি(যশোর-৫ মনিরামপুর)এর সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় উপজেলার ৮০টি পরিবারে ২বান্ডিল টিন ও নগদ ৬হাজার টাকা করে প্রদান করা হয়েছে।শনিবার(২৭শে জুন)২০২০ইং তারিখ দুপুরে মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ বায়জিদের সঞ্চালনায় এক অনুষ্ঠানে উক্ত টিন ও লগদ অর্থ প্রদান করা হয়।এসময়ে আরো উপস্থিত ছিলেন,
মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেনে,মনিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন(দুষ্টু) কালের কন্ঠ পত্রিকার মনিরামপুর উপজেলা প্রতিনিধি(সাংবাদিক) প্রভাষক বাবুল আক্তার,গাজী আসাদ,সাংবাদিক সোহানসহ স্থানীয় আওয়ামী ও যুবলীগের নেতৃিবৃন্দ।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গাজী আসাদ বলেন,ঘুর্ণিঝড় আম্ফানে মনিরামপুরে শত শত পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছিলো।তাদের ভিতরে অধিকাংশ পরিবার গুলোই দারিদ্রসীমার নিচে বসবাস করে।তাই এই অসহায় পরিবারদের মাঝে সামান্য সহযোগিতার হাত বাড়িয়েছেন মন্ত্রীমহোদয়।