আজিজুর রহমান কেশবপুর যশোর প্রতিনিধিঃ
শিরোনামঃ
কেশবপুরে সৎ ভাই কর্তৃক পিতার পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ
কেশবপুরে সৎ মা ও ভাইদের দ্বারা সরকারি চাকুরীজীবী পিতার পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপর সৎ ভাই আ: কাদের সরদার বাদি হয়ে কেশবপুর থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মৃত রজব আলী সরদার পেশায় ছিলেন এক জন সরকারি বন বিভাগের কর্মচারী। তিনি প্রায় ৯ বছর আগে চাকুরী থেকে অবসরে যান। তখন বড় স্ত্রী, তার ছেলে-মেয়ে এবং ছোট স্ত্রী ও তার ছেলে-মেয়েকে বঞ্চিত করে মেঝ স্ত্রী ও তার ছেলে-মেয়েরা পেনশনের সমুদয় টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। রজব আলী সরদার ৩টি বিয়ে করেছিলেন। চলতি বছরের ২০ মার্চ রজব আলী সরদার মারা যান। মৃত্যুকালে ৩ স্ত্রীসহ ৮ ছেলে ও ৯ মেয়ে রেখে যান। মৃত্যু পরবর্তী মাসিক পেনশন থেকেও বড় স্ত্রী, তার ছেলে-মেয়ে এবং ছোট স্ত্রী ও তার ছেলে-মেয়েকে বঞ্চিত করে মেঝ স্ত্রী ও তার ছেলে-মেয়েরা তাদেরকে একমাত্র ওয়ারেশ দেখিয়ে বড়-ছোট স্ত্রী এবং তাদের ছেলে-মেয়েকে বঞ্চিত করে মেঝ স্ত্রী ও তার ছেলে-মেয়েরা পেনশনের টাকা উত্তোলন করছে। উল্লেখ্য, মেঝ স্ত্রী ও তার ছেলে-মেয়েরা অদ্যাবধি মৃত রজব আলী সরদারের পেনশন ভাতার বই এবং আইডি কার্ড অসৎ উদ্দেশ্যে আটকে রেখেছে। সে কারণে মৃত রজব আলী সরদারের ৩ স্ত্রীসহ ৮ ছেলে ও ৯ মেয়েরা পেনশনের টাকার সমভাবে পেতে পারে তার জন্য বাদী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে কেশবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনামঃ
কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষেমাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের আহবানে কেশবপুর উপজেলা যুবলীগ নেতা এম এ হাসানের নেতৃত্বে মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসাবে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আবু হানিফ শাহিন, পৌর যুবলীগের সোহান, রুবেল, ৩নং মজিদপুর ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, ৮নং সুফলাকাঠি ইউনিয়ন যুবলীগ নেতা ইনামুল বিশ্বাস, রুহুল আমিন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ৭নং পাঁজিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জি এম রাসেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রলীগের শেখ আব্দুল্লাহ, রুবেল হোসেন, পৌর ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান রোকন, হাসিব প্রমুখ।
শিরোনামঃ
কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষে পৌরছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে কেশবপুর পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর পৌরসভা চত্ত্বরে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান হাবিব, জাতীয় শ্রমিক লীগ নেতা নাজমূল হুসাইন জনি, পৌর ছাত্রলীগ নেতা শামীম খান, আমানুল্লাহ আমান, মুন্না খান, মাহি ,মুন্না, হুসাইন, পলাশ, প্রান্ত. বোরহান, মাসুদ, সজিব ,সাকিব, অন্তর, সিফাত প্রমুখ
শিরোনামঃ
কেশবপুরে সাংবাদিকদের মাঝে রাশেদের পিপিই বিতরণ
কেশবপুরের কর্মরত সংবাদকর্মীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। বাসাস এর রিপোর্টার ও ইকোনমিক রিপোর্টস ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম রাশেদ এর পক্ষ থেকে কেশবপুরে কর্মরত ১৫ জন সংবাদকর্মীকে পিপিই ও মাস্ক প্রদান করেন।
তার পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান সাংবাদিকদের নিকট হস্তান্তর করেছেন।
শিরোনামঃ
কেশবপুরে সুফলভোগীদের নিয়েসংরক্ষণ বিষয়ক কর্মশালার উদ্ধোধন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কর্মশালা সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্ধোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন ইউআরডিও মোঃ মেহেদী হাসান,এআরডিও সুজন কুমার চন্দ্র। এআরডিও সুজন কুমার চন্দ্র জানান ৪০ জন সুফলভোগীদের নিয়ে ৪দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে।