1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৫৭ বার সংবাদটি পাঠিত

 

কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা উন্নয়নের বাস্তবায়নে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অটিজম ও প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উন্নয়নের নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে প্রধান অথিতি হিসেবে অটিজম ও প্রতিবন্ধী ৭টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এনজিও কর্মকর্তা কোরবান আলী,ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ।

শিরোনামঃ

কেশবপুরে ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

কেশবপুর পৌরসভা এলজিএসপি ৩ প্রকল্পের উদ্যোগে কর্মদক্ষতা উন্নয়নে ১৫ জন নারীকে ১০ দিনব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভার হলরুমে পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থনীয় সরকার যশোরের উপ পরিচালক কামরুল আরিফ প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোশারফ হোসেন,নির্বাহী প্রকৌশলী এমামুল হক,পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান মফিজ,আব্দুস সাত্তার খান,মশিয়ার রহমান,জাকির হোসেন,মনিরা খানম মেহেরুনন্নেসা মেরি প্রমুখ।

শিরোনামঃ

কেশবপুরে করোনা প্রতিরোধে এ্যাসিল্যান্ড ইরুফা সুলতানারকর্মক্রম অব্যাহত ।।১৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার কর্মক্রম অব্যাহত রয়েছে। গত ২ দিনে তিনি ১৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেছেন।কেশবপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে অতিরিক্ত লোড দিয়ে ট্রলি চালানোর অভিযোগে মণিরামপুরের আগরহাটি গ্রামের আব্দুস সোবহান মোড়লের পূত্র টুটুলকে ৫ শত টাকা ও সাতক্ষীরার তজুলপুরের কায়রুল ইসলামের পূত্র সাইদুলকে ২ শত টাকা, নির্ধারিত সময়ের পরেও দোকার খেলা রাখায় চিংড়া গ্রামের শেখ মোসলেমের পূত্র আলামীনকে ৫ শত টাকা, শেখপুরা গ্রামের তোবারক আলীর পূত্র আব্দুল ওহাবকে ৫ শত টাকা ও বিষ্ণপুর গ্রামের মাহাতাবের পূত্র তজিম উদ্দীনকে ১ শত টাকা এবং অপরিচ্ছন ভাবে মুরগী বিক্রি করার বিষ্ণপুর গ্রামের আব্দুল গফুরের পূত্র মিজানকে ৩ শত টাকা জরিমানা করেন।অপরদিকে গতপরশু তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে হেলমেট না পরে মোটর সাইকেল চালানোর অপরাধে ভাল্যুকঘর গ্রমের মৃত জসিম উদ্দীনের পূত্র আক্তারকে ৫ শত টাকা, মণিরামপুরের নেহালপুরের আশরাফ আলীর পূত্র মইনুলকে ২ শত টাকা ও ভাল্যুকঘর গ্রামের ইকবালকে ৫ শত টাকা, নির্ধারিত সময়ের পরেও দোকার খেলা রাখায় বাঁশবাড়িয়া গ্রামের খুদিরাম দাসের পূত্র শ্যাম দাসকে ৩ শত টাকা, রঘুরামপুর গ্রামের হাকিম আলীর পূত্র আরশাদকে ১ শত টাকা, বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল হকেরপূত্র মেহেদিকে ২ শত টাকা, বাঁশবাড়িয়া বাজারের নূর ইসলামের পূত্র আমরানকে ৫ শত টাকা, মির্জাপুর গ্রামের তবিবর রহমানের পূত্র রায়হানকে ২ হাজার টাকা জরিমানা করেন।

শিরোনামঃ

কেশবপুরে কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ অব বাংলাদেশের ব্যবস্থাপনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা বিডি- ৩৪৩ এর নিবন্ধিত ১৮৬ পরিবার ও জাহানপুর বিডি- ৩২৯ এর নিবন্ধিত ১৪৭ পরিবার-সহ মোট ৩৩৩ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বালিয়াডাঙ্গা বিডি- ৩৪৩-এর প্রজিক্ট ম্যানেজার প্রদীপ সিংহের পরিচালনায় বৃহস্পতিবার সকালে ১৮৬ পরিবারের মাঝে পরিবার প্রতি ১৫ কেজি করে চাউল, ২ কেজি করে ডাউল, ১ লিটার করে তৈল, ১ কেজি কলে লবণ, ১ টি করে সাবান, ৫০০ গ্রাম করে ডিটারজেন পাওডার, ৪ পিচ করে শ্যাম্ফু, ১টি করে পেস্ট, ১ টি করে ব্র্যাশ ও ৪টি করে মাস্ক বিতরণ করেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION