আসাদুর রহমান, শার্শা প্রতিনিধি :যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেন্সিডিল পাচারের সময় বিজিবির গুলিতে আলামিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আহত।
গুলিবিদ্ধ আলামিন বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার(২৫শে জুন) ভোরে রাতে পুটখালী সীমান্তে এ ঘটনাটি ঘটে।আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।ঘটনাস্থল থেকে ৪৬ বোতল ফেন্সিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে বিজিবি।
পুটখালী বিজিবি ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন বলেন, গোপন সংবাদে ভিত্তিতে ভোরে একদল চোরাকারবারী ভারত থেকে ফেন্সিডিল নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি উপর হামলা চালায়। বিজিবি আত্মরক্ষাতে তাদের উপর ২ রাউন্ড গুলি চালায়।এসময় এক মাদক ব্যবসায়ীর ডান পায়ে গুলি লাগে।বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।উল্লেখ্য আলামিন একজন এলাকায় চিহ্ন মাদক ব্যবসায়ী ও তার নামে ৪ টি মামলা আছে বলে বিজিবি জানিয়েছেন।