1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুর সংবাদ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৫৫ বার সংবাদটি পাঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুরে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসুচী গ্রহন করে।
মঙ্গলবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রকৃতিতিতে পুষ্মমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীন, সহ-সভাপতি সাবেক জেলা পিপি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাধারন সম্পাদক গাজী গোলাম মস্তফা,দপ্তর সম্পাদক মফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়লসহ যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শিরোনামঃ

কেশবপুরে বিদ্যুতে ঝলসে যাওয়া সেই রং মিস্ত্রি অবশেষে মারা গেলেন

বিদ্যুতে ঝলসে যাওয়া সেই রং মিস্ত্রি কেশবপুর বাগদা গ্রামের হামিদুল ইসলাম দীর্ঘ ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সবাইকে কাঁদিয়ে অবশেষে মারা গেলেন ।
গত সোমবার সকাল থেকে তার শরীরের মাংস খসে পড়ছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হলে সোমবার সন্ধ্যায় সে মারা যায়। উল্লেখ্য, গত ১৯ জুন কেশবপুর মহিলা ফাজিল মাদ্রসায় রঙ এর কাজ করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হলে তার শরীরের এক তৃতীয়াংশ পুড়ে ঝলসে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিরোনামঃ

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের দ্বারে দ্বারে

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস শুরু থেকে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পৌর এলাকার অসহায় মানুষের ত্রাণ সহায়তা দিতে তৎপর রয়েছেন।
মঙ্গলবার তিনি পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের লকডাউন এ ঢাকা 35 পরিবারের মধ্যে দ্বারে দ্বারে উপস্থিত হয়ে মাছ সরবরাহ করেছেন। লকডাউন এলাকায় তিনি খাদ্য সহায়তা প্রদান করছেন । মেয়র রফিকুল ইসলাম সংকল্প কে জানান , সরকারের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার ও পৌর এলাকার বিত্তবান মানুষদের উৎসাহিত করে কর্মহীন অসহায় মানুষের মাঝে তিনি ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে তিনি অসহায় মানুষের পাশে রয়েছেন ।

শিরোনামঃ

কেশবপুরে করোনা জয় করেই উনারা ফিরলেন রোগীর সেবায়

করোনাকালীন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা প্রদানে অনন্য ভূমিকা রেখে চলেছে। করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি বর্হিবিভাগসহ ওয়ার্ডে ভর্তি রোগীর চিকিৎসা সেবা প্রদানে ডাক্তার-সেবিকারা নিষ্ঠার সাথে কর্তব্য পালন করছেন।করোনায় আক্রান্ত হওয়া ডাক্তার ও সেবিকারা সুস্থ হয়েই রোগীর সেবাই ফিরে এসেছেন। তাদের সেবা পেয়ে রোগীরাও সন্তোষ প্রকাশ করেছে। সরেজমিন সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডে ১৬ জন এবং মহিলা ওয়ার্ডে ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে দু’জন শিশু। বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে ১৬৫ জন রোগী। করোনাকালীন আগের মত এ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সেবা অব্যহত থাকায় কেশবপুরের পাশাপাশি পাশ্ববর্তী মনিরামপুর, কলারোয়া, তালা ও ডুমুরিয়া এলাকার রোগীরাও চিকিৎসা সেবা নিতে আসছেন। পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগী আব্দুল মান্নান (৫০) বলেন, তাকে সেবা দেওয়ার জন্য নিয়মিতভাবে ডাক্তার ও নার্সরা তার নিকট আসছেন। মহিলা ওয়ার্ডের রোগী তানিয়া (২৫) জানায়, ডাক্তারদের সেবায় তিনি খুশি।

শিরোনামঃ

কেশবপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত

কেশবপুরে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্ত ব্যক্তি হলেন কেশবপুর উপজেলা জোনাল বিদ্যুৎ অফিসের কর্মরত মহিলা কর্মী বিলিং সহকারী মেহেরুননেছা বেগম(৩৮)। তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মির্জাপুর গ্রামে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন এটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।তিনি জানান ২৩ জুন কেশবপুর বিদ্যুৎ অফিসে কর্মরত একজন মহিলা মেহেরুননেছা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কেশবপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে । আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে।

শিরোনামঃ

কেশবপুরে খাল সং¯কারের দাবীতে ইউএনওর কাছে আবেদন

কেশবপুর উপজেলার হরিহর নদী সংলগ্ন খালের ২৪ নং পোল্ডারের ৬ নং ¯øুইসগেটের ভরত ভায়না গ্রামের ভর্তের বিলের খাল পুনখনন পূর্বক সচল করা সহ এলাকার ইউপি চেয়ারম্যানের সুপারিশ সম্বলিত এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত আবেদন করা হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত জাহানের নিকট। ২৩জুন ওই আবেদনে উল্লেখ করা হয়েছে আগামীতে যাতে বিলে লোনা পানি প্রবেশ করতে না পারে তার সুব্যবস্থার দাবী জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান ৮০০ বিঘা জমি বিশিষ্ট এই বিলের জমিতে উৎপাদিত ফসল ধান, মাছ ও সবজির মাধ্যমে চলে তাদের জীবিকা নির্বাহ। অথচ খালটিতে পলি জমে পানি নিস্কাশনের বাধা হয়ে দাড়ানোর কারনে এলাকাবাসী ধান, মাছ ও সবজির চাষ করতে নাপারার কারনে তাদের দুর্বিহসহ জীবন যাপন করতে হচ্ছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION