মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুরের উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী সদ্য খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে সেচ্ছাসেবী সংগঠন “ঐক্য-বন্ধন” বিদায়ি সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেছে।সোমবার দুপুরে ইউএনওর অফিসে সামাজিক দুরাত্ব্য বজাই রেখে ঐক্য-বন্ধনের সভাপতি মাহামুদুল হাচান ও সদস্য রাফিদ আল মামুনসহ কয়েকজন সদস্যদের উপস্থিতিতে তাকে উক্ত সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
সভাপতি মাহামুদুল হাসান বলেন,জনাব আহসান উল্লাহ শরিফী একজন মানবিক কর্মকর্তা ও কারোনা যোদ্ধা।সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে তিনি অনেক ভুমিকা পালন করেছেন। কি গরম আর কি বর্ষা,মানুষের কল্যানের জন্য মাঠ-ঘাট সব এক করে ফেলেছেন তিনি। করোনা কালীন সময়ে সরকারের পাশাপাশি নিজ অর্থায়নে ত্রান ও আর্থিক সহায়তা নিয়ে দাড়িয়েছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে।কাক ডাকা ভােরে থেকে গভীর রাত পর্যন্ত সর্বদা ছুটে বেড়িয়েছে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায়।
দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সুযােগ পেলেই অসহায় মানুষের পাশে গিয়ে দাড়িয়েছেন তিনি।প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি অনেক সময় ব্যক্তিগত উদ্যোগ এবং নিজের অর্থে অনেকের পাশে থেকেছেন। অনেক শিক্ষার্থীকে অর্থনৈতিক সহযােগিতা করে লেখাপড়া করার সুযােগ সৃষ্টি করে দিয়েছেন।