নাজমুস সাকিব, নোয়াখালী প্রতিনিধিঃ মাইজদী শহরের অন্যতম আবাসিক এলাকা হাউজিং এস্টেটের চিত্র এটি। কয়েক বছর যাবত এই এলাকার মানুষ নজিরবিহীন দুর্ভোগ পোহাচ্ছে শুধুমাত্র এই একটি মাত্র ডাস্টবিনের কারনে। কেউই যেনো দেখার নেই,কাররোরই যেনো কিছু বলার নেই। বাসাবাড়ির ময়লাসহ হাসপাতালের সকল বর্জ্য দিনরাত এভাবেই পড়ে থাকে।হাসপাতালের বর্জ্য এইভাবে উন্মুক্ত স্থানে ফেলে রাখার জন্য স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী।সেন্ট্রাল রোড হওয়ায় অধিকাংশ মানুষই এই যায়গা দিয়ে যাতায়াত করে ফলে দুর্ভোগ চরমে। এলাকাবাসী আর এই দুর্ভোগ বহন করতে পারছে না তারা মুক্তি চায়।এই ডাস্টবিনের অপসারণ এবং পরিবেশবান্ধব ডাস্টবিন চাই এলাকাবাসী। এই দুর্ভোগ নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করছেন স্থানীয় মানুষ।