1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বেনাপোল সীমান্তে বিএসএফ’র নির্যাতনে গরু ব‍্যবসায়ী আহত

  • প্রকাশের সময় রবিবার, ২১ জুন, ২০২০
  • ১২৬ বার সংবাদটি পাঠিত

শার্শা প্রতিনিধি : বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে রাজু (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (২১ জুন) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে তাকে উদ্ধার করা হয়।

আহত রাজু শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

উদ্ধারের পর তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের অবৈধ পথে ভারতে গরু আনতে যেয়ে বাংলাদেশে ফেরার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে তার উপর শারীরিক নির্যাতন করে। পরে তাকে ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা এসে রাজুকে উদ্ধার করে।

খুলনা-২১ বিজিবি ব‍্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনজুর ইলাহী পিএসসি জানান, এলাকাবাসী জানায় ইছামতি নদীর পাড়ে এক যুবক পরে আছে। এমন খবরে বিজিবি একটি টহল দল তাকে উদ্ধার করে। পরে তাকে প্রাথমিক ভাবে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বেনাপোল পোর্ট থানার এএসআই জেসমিন আক্তার জানান, বিজিবি সদস্যরা রাজু’র নামে এক যুবককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তার নামে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে
তাকে থানায় সোপর্দ করেছে। এসময় তার অবস্থা খারাপ থাকায় তাকে পোর্ট থানা পুলিশ পাহারায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION