তহিদুজ্জামান সজিব, অনলাইন ডেস্কঃ দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল হাসিব। ছোট বেলা থেকে লক্ষ্য মানুষের সেবা করা। কিন্তু বয়সটা বড্ড কম তার। মণিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র সে। কিন্তু তাতে কি যায় আসে! মানব সেবা করতে যে কোনো বয়স লাগে না তার দৃষ্টান্ত স্থাপন করলো হাসিব।
হাসিব যুক্ত আছে মণিরামপুরের নামকরা অনেক সামাজিক সংগঠনের সাথে। নিজের রক্ত দানের বয়স না হলেও কাজ করে ব্লাডের সাথে। সাম্প্রতিক সময়ে শুরু হওয়া বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় হাসিব কাজ করছে প্রশাসনের সাথে। প্রশাসনের সাথে ঘুরেছে করোনা আক্রান্ত প্রতিটি রোগির বাড়ি। খোজ খবর নিচ্ছে তাদের।
মণিরামপুরের ইউএনও এর নেতৃত্বে করোনা ভাইরাস জনিত দূর্যোগ মোকাবেলায় গঠিত ৫০০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী টিমের সবচেয়ে ছোট বা জুনিয়র সদস্য হাসিব। ছোট হয়েও দায়িত্ব পালন করছে মেন্টর তথ্য হিসাবে। জীবাণুনাশক স্প্রে চলাকালীন সময়ে নেতৃত্ব দিয়ে কাজ করতে দেখা যায় তাকে।
হাসিব ছোট হলেও ইতিমধ্যে জয় করছে সবার মন। অল্প বয়সে নিজের কথা না ভেবে কাজ করে চলেছে মানব সেবাই। এভাবেই মানুষের সেবা করে যেতে যায় হাসিব এবং সকলের কাছে দোয়া প্রত্যাশী সে।