1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মনিরামপুরে নিজেস্ব অর্থায়নে টিউবওয়েল স্থাপন করে মানবিকতার পরিচয় দিলেন তবিবার রহমান

  • প্রকাশের সময় শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৩১ বার সংবাদটি পাঠিত

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে তৃষ্ণার্ত কৃষকের তৃষ্ণা মেটাতে এগিয়ে আসলেন মণিরামপুর উপজেলা কৃষকপার্টির সভাপতি ও ১নং রোহিতা ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মোঃতবিবার রহমান।তিনি তার নিজেস্ব অর্থায়নে উপজেলার এড়েন্দা গ্রামের শুরাকূল নামক একটি বৃহত্তম ফসলি মাঠে কৃষকদের জন্য একটি টিউবওয়েল স্থাপন করেছেন।রেখেছেন পানি পান করার পাত্রসহ সাবান ও ভদনা।এতে,করে উপকৃত হয়েছে হাজার হাজার মানুষ।

তবিবার রোহিতা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড এড়েন্দা গ্রামের মৃত মোহাম্মদ সরদারের ছেলে।

সরেজমিনে গিয়ে জানাযায়,তবিবার রহমান এড়েন্দা গ্রামের একটি মধ্যবৃত্ত পরিবারের সন্তান।এলাকার উন্ননয়নের স্বার্থে ও মানবসেবাই সদা তৎপর রেখেছেন নিজেকে।মানুষের কল্যাণের জন্য ছুঁটে চলেছেন এক দোয়ার থেকে আরাক দোয়ারে।

নিজেস্ব অর্থায়নে এই টিউবওয়েল স্থাপন করার কারন জানতে চাইলে তবিবার রহমান বলেন,গ্রীষ্মের প্রচন্ড রোদ্দুরে ক্লান্ত কৃষক যখন তৃষ্ণা মেটাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায়।তখন সেই দৃশ্য দেখে আমার অনেক কষ্ট লাগে।কারণ আমিও একটি কৃষক পরিবারের সন্তান।

গ্রীষ্মকালে কৃষক যখন সোনালী ফসল ফলানোর জন্য মাঠের জমিতে কাজ করে।তখন তাদের শরিল থেকে অঝরে ঘাম ঝরতে থাকে।ফলে তাদের ঘন ঘন তৃষ্ণা পাই।এক মগ পানি তখন জোগাতে পারে একজন কৃষকের পুনরায় কাজ করার অনুপ্রেরণা। কিন্তু কৃষকদের সুবিধার জন্য মাঠে নেই কোন টিউবওয়েলের ব্যবস্তা।ফলে তৃষ্ণার্ত কৃষকদের তৃষ্ণা মেটাতে যেতে হয় অনেক দুরে।
তাই তাদের এই কষ্টের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে টিউবওয়েলটি স্থাপন করে মানবিকতার পরিচয় দিলেন তবিবার রহমান।

এই স্থাপনাটি যেন এক মানবিকতার দৃষ্টান্ত।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION