সাব্বির হোসাইন-বরিশাল প্রতিনিধিঃবরিশালে করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বরিশাল জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ( চর্ম ও যৌন) ডাঃ মোঃ এমদাদউল্লাহ খান শুক্রবার ( ১৯ শে জুন) স্থানীয় শের-ই বাংলা হাসপাতাল (শেবাচিম) এর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।এ নিয়ে বরিশাল জেলায় কর্তব্যরত দুইজন চিকিৎসকের মৃত্যু হল।
বরিশালের সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, ডাঃ মোঃ এমদাদউল্লাহ খান, (৫৮), বৃহস্পতিবার (১৮ ই জুন) বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় সর্দি,কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শেবাচিম এ ভর্তি হন। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্র ( আইসিইউ) তে স্থানান্তর করা হয়। শুক্রবার তার অবস্থার আরো অবনতি হলে বিকেল ৫:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত ডাঃ মোঃ এমদাদউল্লাহ খান নগরীর অক্সফোর্ড মিশন রোডের স্থায়ী বাসিন্দা ছিলেন।
এদিকে শুক্রবার তার নমুনা সংগ্রহ করে হাসপাতালের পিসিয়ার ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। রিপোর্ট পেলেই জানা যাবে,তিনি করোনা পজেটিভ ছিলেন কিনা।