আবুল কালাম-চৌগাছা প্রতিনিধিঃ যশোর চৌগাছা থানার বাজারের পাশ দিয়ে বয়ে গেছে মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ,
নদ থাকার কারণে চৌগাছা থেকে মহেশপুর মেইনরোডে নদের উপর একটা ব্রীজ!
এই ব্রীজ দিয়ে যাতায়াত করে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু দুংখের বিষয় হচ্ছে ব্রীজের একবারে পাশেই আছে চৌগাছা বাজারের ও বাজার ক্রেন্দীক বাসা বাড়ির বর্জ্য ও পানি নিষ্কাশন ড্রেন।
একই সাথে এই স্থানটি অস্থায়ী ময়লা অর্বজনা ফেলা ডাস্টবিন হিসেবেও ব্যবহৃত হচ্ছে!
প্রতিদিন চৌগাছা বাজারে ময়লা আর্বজনা এনে সরাসরি নদের সাথে ব্রীজের পাশেই ফেলা রাখা হচ্ছে এবং রাতে অপঁচনশীল প্লাস্টিকের বাস্তাভর্তী বয়লার ও অনন্য পশুপাখির দেহাবশেষ সরাসরি নদীতে ফেলা হয় ব্রীজের উপর থেকে! এসব ময়লা আর্বজনা পঁচে মারাত্মক গন্ধের সৃষ্টি করে যা ব্রীজের উপর দিয়ে যাতায়াত করার সময় পথিকের এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে। একই সাথে এটা জনস্বাস্থ্যের জন্যেও মারাত্মক ক্ষতিকর।
এই আবর্জনার পাশেই আছে চৌগাছা পৌরসভার নির্মিত একটা শৌচাগার কিন্তু ময়লা আর্বজনা পঁচার উদ্ভট গন্ধের কারণে সেটা প্রায় ব্যবহার অনুপযোগী!
বর্তমান চৌগাছা পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল মহাদয় একজন পরিবেশম্মনা ব্যক্তি হিসেবে প্রশংসিত। উক্ত সমস্যার সমাধানে মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।