আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরের কলাগাছি বাজারে একই রাতে দুই দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। ঘটনার পর থেকে চোর পলাতক রয়েছে।
জানা গেছে,গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার গৃধরনগর গ্রামের পেশাধারী চোর আলামিন প্রথমে কলাগাছি বাজারের গিয়াস উদ্দীনের মুদিখানায় প্রবেশ করে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে।
পরে সাজ্জাত মোড়লের মুদিখানার চালের টিন কেটে দোকানের ভিতর প্রবেশ করে। ক্যাশবাক্সে থাকা নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালানোর সময় টিনের শব্দ পেয়ে বাজারের ডিউটিরত লোকজন ঐ চোর কে চিনতে পেরে তাকে ধরার জন্য ধাওয়া করলে সে পালিয়ে যায়।
দোকান্দার সাজ্জাত বলেন, চোর আলামিন এর আগেও চুরি করতে গিয়ে কয়েক বার গ্রামবাসীর হাতে ধরা খেয়েছে। সে পুলিশের ধরাছোয়ার বাইরে থাকায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে পুনরায় চুরি আতংক বিরাজ করছে। চোর আলামিনকে দ্রæত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।