1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুরে বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাট গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬২ বার সংবাদটি পাঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা-ভাংচুর,লুটপাট এর অভিযোগে বৃহস্পতিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব হলরুমে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কেশবপুর পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফতেমা বেগম জানান, তার ভাসুর কেশবপুর পৌর শহরের ভোগতি-নরেন্দ্রপুর গ্রামের মাঠ পাড়ার এনতেখাবুল আলমের সাথে প্রতিবেশী আব্দুর রহিমের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তারই সুত্র ধরে মঙ্গলবার ওই এলাকার রহিমের ছেলে আরিফ ও পৌরসভার কর্মচারী হাফিজুরের নেতেৃত্বে ২৫/৩০ জনের একদল লোক এনতেখাবুল আলমের বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর, লুটপাট করে। এসময় তাদের হামলায় কলেজ ছাত্রীসহ কমপক্ষে ৬ জন আহত হয়। এরমধ্যে ইকরামুল হাসান, নূর হাসান, মেহেদি হাসান, নাজমূল হাসান, এনামুল হাসান, ওলিউল আলম খোকন, তরিকুল ইসলাম ও নাসিমুল গনি খুদে গুরুতর আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। এসময় তাদেও হামলায় বসত ঘর ভাংচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি করে এবং ১০ হাজার টাকা মূল্যের ছাগলকে তারা পিটিয়ে হত্যা করেছে। এঘটনায় ফতেমা বেগম বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন।

তিনি আরো বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার জের ধরে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালাচ্ছে। পরিবার নিয়ে আমরা বর্তমানে আতঙ্কের মধ্যে দিনাযাপন করছি করছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্লেখিত আসামীগের আটকের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাসিমুল গণি, ওলিউল আলম খোকন, পিকলু

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION