শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এক কর্মচারীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ বলে রেজাল্ট এসেছে। বাগআঁচড়ার পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের কর্মরত ঐ কর্মচারীর নাম মোজাফফার আহমেদ (৬২) তিনি পেশায় একজন পিয়ন। মোজাফফার আহমেদের বাসা খুলনার ফুলতলায়। তিনি বাগআঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের বাড়িতে বাসাভাড়া থাকতেন।
বাগআঁচড়া উপ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মতিয়ার রহমান জানান, গত চারদিন আগে মোজাফফার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন। আজ তার নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। কিন্তু এই খবর মোজাফফার ফোনে জানতে পেরে কর্মস্থল থেকে ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন।
করোনা ভাইরাস আক্রান্ত মোজাফফার যে বাড়ীতে ভাড়া থাকতো সেই বাড়ী লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হয়েছে ।