মনিরামপুর (যশোর)প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার জলকর রোহিতা গ্রামের মনিরুজ্জামান মুকুল (৩০)নামে এক ব্যাক্তি করোনা আক্রান্ত হয়েছেন।তিনি যশোরের অভয়নগর উপজেলা ভূমি অফিসের নাজির।মনিরুজ্জামান অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আমজাদ হোসেনের পুত্র।এই নিয়ে মনিরামপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো (১৫’তে) পনেরো জনের।
মনিরুজ্জামান কিছুদিন যাবৎ হাম ও জ্বরে ভুগছিলেন।তাই তিনি রবিবার(১৪ই’জুন)মনিরামপুর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে হাসপাতালের ডাক্তারের পরামর্শে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ বুধবার সকালে তার রিপোর্ট পায় করোনা পজেটিভ। মুকুল নমুনা দেওয়ার পর থেকে বাড়ীতে হোম কোয়ারেন্টেইনে আছে। এখন তার শরিরিক অবস্হা ভাল।
মুকুল ভুমি অফিসে চাকুরীর সুবাদে অভয়নগরের এসি ল্যান্ডের সাথে ঐ উপজেলায় করোনা কালীন বিভিন্ন কাজে অংশ গ্রহন করতেন।তিনি করোনা আক্রান্ত রুগীদের পরামর্শ, দেখভাল ও মৃত ব্যাক্তির দাফনেও অংশ নিয়েছিলেন।
উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অনুপ কুমার বলেন,গত রবিবারে মোট ৯ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়।তাদের মধ্য আজ বুধবারে(১৭ই জুন)মনিরুজ্জামান মুকুলের রিপোর্ট পজিটিভ এসেছে।
মনিরামপুর হাসপাতাল থেকে ডাঃ মোছাব্বির ইসলাম রিফাত মুকুলের বাড়ীতে যেয়ে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। উপজেলা প্রশাসন মুকুলের বাড়ী লকডাউন ঘোষনা করেছে।