তানভীর, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় একটি কাজী অফিস থেকে বিচারিক আদালতের হেকিম ও নোটারি পাবলিকের সিল, বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও শুধু বর-কণের স্বাক্ষরিত সাদা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।গত শুক্রবার বেলা সাড়ে ৩টার সময় উপজেলার নাভারণ ইউনিয়ন কাজী মাওলানা একরাম উদ্দীনের অফিসে তল্লাশি চালিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও পুলিশের এক উপ পরিদর্শন (এসআই) এসব উদ্ধার করেন।
জানা গেছে, উপজেলার করিম আলী আরকে আলিম মাদ্রাসার আয়া মনোয়ারা খাতুন বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার ৭ম শ্রেনির ছাত্রী ইরানি খাতুনকে (১৩) উপবৃত্তির কার্ডে স্বাক্ষরের নাম করে বাড়ি থেকে ডেকে আনে। এ সময় মনোয়ারা খাতুন তাকে কুন্দিপুর গ্রামের আলম গাজীর বাড়িতে নিয়ে যায়। এর পর আলম গাজীর বাড়িতে হাজির হন নাভারণ ইউনিয়ন কাজী মাওলানা একরাম উদ্দীনের শ্বশুর ইব্রাহীম খলিল। তিনি ইরানি খাতুনকে সাদা কাগজে স্বাক্ষর করে আলম গাজীর ছেলে বখাটে বাবলু গাজীর সাথে বিয়ে দেন। মেয়েটি বাড়িতে এসে বাবা-মাকে বিষয়টি জানায়। ইরানি করিমআলী গ্রামের জিন্নাত আলীর মেয়ে। আজ সকালে জিন্নাত আলী ও তার স্ত্রী রোজিনা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা ও পুলিশের উপ পরিদর্শন (এসআই) এজাজুর রহমানকে তদন্তের জন্য কাজী অফিসে পাঠান। এক পর্যায় তাঁরা কাজী অফিসে তল্লাশি করে বিচারিক আদালতের হেকিম ও নোটারি পাবলিকের সিল, বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও শুধু বর-কণের স্বাক্ষরিত সাদা স্ট্যাম্প উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি মজুমদার জানিয়েছেন, আগামী রবিবার বিষয়টি নিয়ে বসা হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।