স্টাফ রিপোর্টারঃ-কোভিড-১৯। মনে এক শংসয় সৃষ্টি করে। কিন্তু তাতে কি যায় আসে!! মহামারির এ সময় যখন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঠিক তখন যশোর জেলার মণিরামপুর উপজেলায় চলছে কোচিং বাণিজ্য।
পৌর শহরের বিভিন্ন স্থানে ১৫/২০ জন বা তার বেশি ছাত্রছাত্রী নিয়ে কোচিং করাচ্ছেন মণিরামপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা।
বাসায় পড়াশোনা থেকে দূরে সরে যাওয়া আর শিক্ষকদের এক প্রকার চাপের কারণে বাধ্য হয়ে কোচিং এ পাঠাচ্ছেন অভিবাভকরা। কিন্তু কোচিং কতটুকু নিরাপদ এ প্রশ্নের আশানুরূপ কোনো উত্তর কেউ দিতে পারনি।
সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধী না মেনেই চলছে পড়াশোনা। অপর দিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে উপজেলা প্রশাসন কিন্তু কোচিং এর দিকে কোনো নজরদারি নেই প্রশাসনের। কোভিড-১৯ মোকাবেলায় খুব দ্রুত কোচিং বা প্রাইভেট বন্ধ করতে প্রসাশনের হস্তক্ষেপ চান এলাকার সুশিল সমাজ।