1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুরে এক আড়ৎ ব্যবসায়ীর দেড় লাখ টাকা চুরি থানায় অভিযোগ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৫৬ বার সংবাদটি পাঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে এক আড়ৎ ব্যবসায়ীর দেড় লাখ টাকা চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা চুরির ঘটনায় আড়ৎ ব্যবসায়ী কামরুজ্জামান বাদি হয়ে গত ৮ জুন আব্দুল গফুর নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার আলতাপোল গ্রামের আমজাদ হোসেন বিশ্বাসের ছেলে কামরুজ্জামান কেশবপুর শহরের চারআনি বাজারে দীর্ঘদিন ধরে ধান পাটের আড়ৎ এর ব্যবসা করে আসছেন। গত ৩ জুন বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সরফাবাদ গ্রামের একটি মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষাক আব্দুল গফুর তার আড়ৎ যান। ওই সমায় ব্যবসায়ী কামরুজ্জামান ক্যাশ টেবিলের ওপর দুই বান্ডিলে দেড় লাখ টাকা রেখে লোহার সিন্ধুক থেকে চেক ও জমা বই বের করতে থাকেন। কিছুক্ষণ পর দেখেন আব্দুর গফুর তার দোকানে নেই এবং টেবিলের ওপর রাখা টাকাও নেই। ওই ব্যবসায়ী অভিযোগ, শিক্ষক আব্দুল গফুর তার টাকা নিয়ে গেছে। টাকা চাইলে সে বিভিন্ন লোকের মাধ্যমে তাকে হুমকি দিচ্ছে। আব্দুল গফুর টাকা নেয়ার বিষয় অস্বীকার করে বলেন, আমি ধান বিক্রি করতে তার দোকানে গিয়েছিলাম। টাকা হারিয়ে যাওয়ার পরপরই ব্যবসায়ী কামরুল আমার বাড়িতে এসেছিল। আমি ওই টাকার বিষয়ে কিছুই জানি না বলে তাকে জানিয়ে দিয়েছেন। কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক মুনীর হোসেন বলেন, টাকা চুরির বিষয় থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION