1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

নোয়াখালি জেলা শহরে অক্সিজেন সিলিন্ডার সরবরাহে অনিয়ম।

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৬৬ বার সংবাদটি পাঠিত

নোয়াখালি প্রতিনিধিঃ অক্সিজেন সিলিন্ডারের মূল্য তদারকি ও লক ডাউনের নির্দেশনা অমান্য করায় ১০টি ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪৬হাজার টাকা জরিমানা করেন। জরিমানা করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান এবং আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদুজ্জামান খান, জাতীয় ভো্ক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ। বৈশ্বিক মহামারী করোবাভাইরাসের প্রাদুর্ভাব মার্চ মাসের শুরুর দিকে বাংলাদেশ লক্ষ্য করা যায়।গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২(কোভিড-১৯) নামক সংক্রামক ধরনের একটি জীবাণুই প্রকৃতপক্ষে, মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়ে মানবদেহে এই রোগটি সৃষ্টি করে।জ্বর শ্বাসকষ্ট ও মাথাব্যথা প্রধান উপসর্গ।দিন যত যাচ্ছে সংক্রমণ হার বৃদ্ধি পাচ্ছে এই সময়ে তীব্র আকারে সংকট দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের।বিভিন্ন অনিয়মের সূত্র ধরে জেলা সদর মাইজদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।এইসময় অক্সিজেন সিলিন্ডারের দাম বৃদ্ধির বিষয়ে ভুলু স্টেডিয়ামের পাশে স্পেক্ট্রা, গ্লোব কারখানার পাশে লিনডে বাংলাদেশ এবং নোয়াখালী প্রাইভেট মেডিক্যালের পাশের ডিপোতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে লিনডে বাংলাদেশ ও নোয়াখালী প্রাইভেট মেডিক্যালের পাশের ডিপো বন্ধ পাওয়া যায়। অপরদিকে কয়েকটি অনিয়মের বিষয়ে স্পেক্ট্রা বাংলাদেশকে সংশোধনের জন্য নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ: ১. মাইজদী বাজারের মান্নান ইলেক্ট্রিক কে ৫০০০/-; , ২. মাইজদী বাসস্ট্যান্ডের মধুবন দোকান কে ৫০০০/-; ৩-৪. মাইজদী বাজারের জোনাকী টেলিকমকে দুটি মামলায় ১০০০০/-; ৫. মাইজদী বাজারের ফারিয়া টেলিকম কে ৫০০০/-; ৬.সোনাপুর বাজারের বিজলী লন্ড্রীকে ১০০০/-; ৭. মাইজদী বাজারের রবি টেলিকমকে ৫০০০/-; ৮. মহিলা কলেজের পাশে মা ফাতেমা কে ২০০০/-; ৯. বছিরের দোকানের রাকিব ডিপার্টমেন্টাল স্টোর কে ৫০০০/- এবং ১০. নতুন বাসস্ট্যান্ডের শহীদ কনফেকশনারীকে ৮০০০/-টাকা সহ সর্বমোট ৪৬,০০০/-টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট চলবে বলে জানিয়েছেন মো: রোকনুজ্জামান খান। মো: রোকনুজ্জামান খান।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION