যশোর সদর পৌর প্রতিনিধিঃ যশোর জেলা প্রাশসন কর্তৃক পূর্বঘোষিত সিদ্ধান্ত মোতাবেক মেস ভাড়া ৬০% মওকুফ বাস্তবায়নের লক্ষ্যে আমরা “ছাত্র অধিকার পরিষদ, যশোর জেলা” সংগঠনের পক্ষ থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে আজ ১৪ই জুন,২০২০ (রবিবার) সামাজিক দূরত্ব মেনে যশোর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করে। এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যশোর জেলার আহ্বায়ক আফরোজা সুলতানা মৌ সহ উপস্থিত ছিলেন অর্ধশতাধিক শিক্ষার্থী বৃন্দ।
দেশের শিক্ষা প্রতিষ্ঠান গত মার্চ হতে বন্ধ রয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে সকল যশোরের শিক্ষাথীরা, বাসায় ফিরতে বাধ্য হয়েছে। এর মধ্যে ঘটে গেলো ঘূর্ণিঝড় আম্ফান। যার ফলে ক্ষয়ক্ষতি যশোর সহ সারা দেশে হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীরা মেস ভাড়া ও নিজের এবং পরিবার কেও সহযোগিতা করে তাদের টিউশনের টাকায়। তবু মেস মালিক কতৃপক্ষ তাদের মেস ভাড়া আদায়ের জন্য অমানবিক আচরণ করছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের দাবি গত ৪ মে ২০২০ তারিখে সকলে মিলে ( অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক মহোদয়, সহকারী পুলিশ সুপার মহোদয়, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে বৈঠকে ৬০% মেস ভাড়া সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত সাধারণ ছাত্রছাত্রীরা সাধুবাদ জানায়। ৩০ মে ২০২০
২৫% মেস ভাড়া সিদ্ধান্তে তারা অমানবিক বলে মনে করছে। তারা বলেছে ৬০% মেস ভাড়া সকলের জন্য একটা মানবিক বাস্তব অগ্রগতি হবে।
স্কুল কলেজ বন্ধ যতদিন মেস ভাড়া ৬০% শিক্ষার্থীদের জন্য ততদিন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যশোর জেলা শাখার পক্ষ থেকে মেস ভাড়া ৬০% মওকুফের পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে যশোর জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান ও যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়,
আজ তারা দুই টি দাবি রাখেঃ
১. পূর্ব ঘোষিত মেসভাড়া ৬০% ভাগ মওকুফের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে বাস্তবায়ন পদক্ষেপ গ্রহন করা।
২. প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মেস মালিকদের রাষ্ট্রীয় বরাদ্দ প্রধান করা।