মনিরামপুর প্রতিনিধিঃ
সময় কী এসে গেল?
পালাবার পথ কী পাবো না?
মৃত্যুর মিছিল থামবে কোথায়?
হাজারো প্রশ্ন করি মনে মনে,
মৃত্যুর মিছিল কোথায় থামবে কে জানে!!
একে একে চলে যাচ্ছে কত যে প্রিয়জন,
ভেঙে ছারখার হয়ে যাচ্ছে তাই দেহ-মন।
কখনো করোনা, কখনো অন্য মরণব্যাধি,
পাপতো করেছি পাহাড় অবধি।
লাগাম কী টানা হয়নি মস্ত সব লোভের?
কী পূণ্যে বাঁচিবো খোদা সুধাও মোদের।
চোখের পাতা এক হয় না অসীম চিন্তায়,
এতো হ-য-ব-র-ল কেন হচ্ছে দুনিয়ায়?
শান্তি দাও খোদা আর তো চাই না কিছু,
আর যেন না ছুটি পাপের পিছু!
পথ দেখাও মোদের করতে তোমার ইবাদত বন্দেগি,
থাকি যেন তোমার নামের প্রতি নিরন্তর আবেগী।