1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুরে আওলগাতী বাজারে পুরাদমে দোকানপাট খুলে রেখে জনসগম সৃষ্টি করার অভিযোগ

  • প্রকাশের সময় শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৫৭ বার সংবাদটি পাঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের আওলগাতী বাজারের কিছুর অসাধু ব্যবসায়ীরা সরকারী আদেশ না মেনে তারা গায়ের জোর খাটিয়ে পুরাদমে দোকানপাট খুলে রেখে জনসগম সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানের দোকানপাট খোলার সরকারী আদেশ রয়েছে। হাসানপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুর রশিদ,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আব্দুল কুদ্দস,মেহেদী হাসান,ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান সাংবাদিকদের জানান, আওলগাতী বাজারের কাপড ব্যবসায়ী আব্দুল জালাল,মুদি ব্যবসায়ী ইসহাক আলী,আব্দুল কুদ্দস,সোহরাব হোসেন,চায়ের দোকানদার মজিবার রহমান,রবিউল ইসলাম,মশিয়ার রহমান,রজব আলী,সরকারী আদেশ না মেনে তারা গায়ের জোর খাটিয়ে পুরাদমে দোকানপাট খুলে রেখে জনসগম সৃষ্টি করে চলেছে। এ ছাড়া তারা দোকানের হালখাতা গভীর রাত পর্যন্ত করছেন। যদি কোন লোক তাদের দোকানের হালখাতায় হারি হতে পারচ্ছে না।পরের দিন তাদের বাড়িতে যেয়ে সাইকেল,গরু,ছাগল ধরে নিয়ে টাকা আদায় করার অভিযোগ রয়েছে দোকানন্দাদের বিরুদ্ধে। ব্যবসায়ীরা জানান,আমরা সরকারী আদেশ মেনে দোকানপাট খুলে বেচাকেনা করছি। বিকাল ৪ টার পর আমরা দোকানপাট খুলে রেখে জনসগম সৃষ্টি করছি না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জানান বলেন, ব্যবসায়ীরা সরকারী আদেশ না মেনে তারা গায়ের জোর খাটিয়ে পুরাদমে দোকানপাট খুলে রেখে জনসগম সৃষ্টি যদি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION