আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুরে পাঁজিয়া ইউনিয়নের গ্রামপুলিশ নুরুজ্জামান বাবুর বিরুদ্ধে এলাকাবাসী একাধিক অভিযোগসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপের দাবি জানিয়ে গণপিটিশন দাখিল করেছেন।
জানা গেছে, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ নুরুজ্জামান বাবু গ্রাম পুলিশে চাকরি নেয়ার পর থেকে সে একের পর এক এলাকার মানুষদের বিভিন্ন অজুহাতে অবৈধ অর্থ আদায়, চাচাতো ভাইকে দিয়ে মাদক ব্যবসা করানোসহ এলাকায় বাল্যবিয়ে বন্ধের নামে অর্থ আদায় করে থাকে। তার চাচাতো ভাই পাঁচবাঁকাবর্শী গ্রামের আব্দুল মালেক এর ছেলে আব্দুর রহিমকে এলাকাবাসী ৬০ পুরিয়া গাঁজাসহ আটক করে এক নম্বর ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমানের নিকট হাজির করলে ইউপি মেম্বার ইউনিয়নের দফাদার নিরাপদ রায়ের মাধ্যমে আসামিকে থানায় সোপর্দ করায় গ্রাম পুলিশ নুরুজ্জামান বাবু এলাকার নিরীহ মানুষদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ইউপি মেম্বার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, তিনি নিজেও ভয়ভীতির মুখোমুখি। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তের জন্য কেশবপুর থানা পুলিশে পাঠানো হয়েছে।