আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে কাঁচা সবজি, মাছ-মাংসের দাম চড়াও হয়ে উঠেছে। গত সপ্তাহে যে সবজি, মাছ-মাংসের দাম ছিল কম এ সপ্তাহে প্রতি কাঁচা সবজি, মাছ-মাংসের দাম কেজিতে বেড়েছে ৪/৫ টাকা করে দরে।
শুক্রবার দুপুরে সরকারী ডিগ্রী কলেজ মাঠে কাঁচা বাজার সবজি মাছ-মাংসের দোকান ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৫০, পটল ৩০, কাঁচা কলা ২৫, ভেন্ডি ৩০, মিষ্টি কুমড়া ৩০, বরবটি ৪০, পেঁপে ২০, মেটে আলু ৬০, আলু ২৮, পেঁয়াজ ৫০, রসুন ১৪০, কাঁচা ঝাল ৬০, ঝিঙ্গা ৩০, লালশাক ২০, টমেটো ৮০, কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, এসপ্তাহে ভারি ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ায় কাঁচা সবজির দাম প্রতি কেজিতে ৪/৫ টাকা দরে বেড়ে দিগুন হয়েছে। এছাড়া দেশী কৈ ৪০০, দেশী মাগুর ৫৫০, কাতলা ২০০, মিরগী ২৫০, তেলাপোয়া ১২০, সিলভার ১০০, গরুর মাংস ৫০০/ খাসির মাংস ৬৮০/৭০০, বয়লার মুরগি ১১০/১২০, দেশী মুরগি ২৮০/৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির দাম বাড়লেও টাটকা সবজি কিনে আনন্দ পাচ্ছি আমরা। তবে নিম্ন আয়ের মানুষরা কাঁচা সবজি কিনতে একটু হিমসিম খাচ্ছে। তারা বাজার ঘুরে যেখানে একটু দাম কম পাচ্ছে সেখান থেকেই কাঁচা সবজি ক্রয় করছে। ব্রহ্মকাটি গ্রামের ভ্যানচালক আবু দাউদ, মাসুম, হাসান আলী, রামচন্দ্রপুর গ্রামের সুরুজ, মোহাম্মদ আলী, আয়ূব হোসেন, ইসলাম হোসেনসহ অনেকেই জানান, ৭/৮ দিন আগে কাঁচা সবজির দাম কম ছিলো। তাই আমরা বেশী বেশী করে ক্রয় করতাম। সারাদিন ভ্যান চালিয়ে যে অর্থ উপার্জন করি তা দিয়ে চাল, ডাল কিনে আর টাকা থাকেনা। তবুও একটু কাঁচা সবজি হলে ভালো হয়। তাই বাধ্য হয়ে আমরা বাজার ঘুরে কম দামে যেখানে পায় সেখান থেকে কাঁচা সবজি ক্রয় করি। কাঁচা সবজি ব্যবসায়ী শামছুর রহমান গাজী, জাকির হোসেন, মহসিন দফাদার, ওলিয়ার রহমান, মতিয়ার রহমান, আয়ূব আলী শেখসহ অনেকেই জানান, বুধবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আমরা প্রতিদিন কেশবপুর বাজারের বাইরে থেকে কাঁচা সবজি ক্রয় করে কেশবপুরে আনতে একটু খরচ বেশী পড়ে যায়। তার জন্য একটু কাঁচা সবজির দাম বেশী দরে বিক্রি করতে হচ্ছে। খেতের মালিকদের কাছ থেকে আমরা একটু বেশী দামে কাঁচা সবজি ক্রয় করছি। সেকারণে একটু সবজির দাম বেড়ে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যে বাজারে পুরোদমে সবজি আসতে শুরু করবে। তখন থেকে হয়তো একটু কম দামে বিক্রি হবে কাঁচা সবজির বিভিন্ন মাল। এব্যাপারে পুরাতন গরুহাটার বৈকালী বাজার কমিটির সাধারণ সম্পাদক অসিত বিশ্বাস জানান, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কাঁচা সবজির দাম একটু বৃদ্ধি পেয়েছে। কাঁচা সবজি ব্যবসায়ীরা বিভিন্ন বাজার থেকে নছিমন, আলমসাধু, করিমন, ব্যাটারীচালিত ইঞ্জিন ভ্যানে করে কাঁচা সবজি আনার কারণে একটু তাদের দাম বেশী পড়ে যায়। সেকারণেই একটু তাদের দাম বেশী বেড়ে চলেছে।