আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে এক ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গেছে ৮জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।
যার রিপোর্ট আসে ১০জুন। খুলনা মেডিকেল কলেজের রিপোর্টে ওই নারী চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত ওই নারী চিকিৎসককে তার বাসার আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন সাংবাদিকদের জানান ১০জুন স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।