আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাস ( কোভিড -১৯) এর কারণে যখন বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা লকডাউন, মানবিকতা সৌহাদ্য ও ভালোবাসার বিপর্যয়ে পথ হারিয়ে অমানুবিকতা দেখা দিয়েছে। ঠিক সেই মুহুর্তে তুচ্ছ করে জীবনের মায়া ত্যাগ করে সকল বাঁধা উপেক্ষা করে যশোর জেলার কেশবপুর উপজেলার জনগনের পাশে দাঁডাতে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আফির স্যারের দিক নির্দেশণা মোতাবেক জনগনের কল্যাণে করোন ভাইরাস সংক্রমণ রোধ জনসচেতনতা বৃদ্ধি সামাজিক দূরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।
করোনা থেকে কেশবপুরের মানুষদের রক্ষা করতে জন-সচেতনতার জন্য উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দিনরাত বিরামহীন ছুটে চলছেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও দৃঢ ভূমিকায় উপজেলার বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিয়মিত মানুষের ভিড় ঠেকাতেও অভিযান চালাতে দেখা যায়। কখনো মাস্ক বিতরণ কখনো বাড়ি বয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পোঁছে দেওয়াসহ ঘৃর্ণিঝর আম্ফান কালীন দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে দেখা যাওয়া লক্ষণীয়। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, যশোর জেলায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আফির স্যারের এবং উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান স্যারের নির্দেশনা মতে কেশবপুর উপজেলা অঞ্চলে করোনার বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচারণা এবং সচেতনতা কর্যক্রম চলছে মাঝো মাঝে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে সেই সকল মানুষদের মধ্যে যারা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়েছে ত্রাণ বিতরণ কার্যত্রæম মনিটরিং করা হচ্ছে কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হলে কোনো রকম ছাড় দেওয়া হবে না।প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি কেশবপুর উপজেলা বাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন।অকারণে বাসা থেকে বের হবেন না।আর জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হতে হলে অবশ্যই নাকে মুখে মাস্ক পরবেন এবং কাজ শেষে বাসায় ফিরে ভালোভাবে হাত না ধুয়ে নাকে মুখে হাত লাগাবেন না।ঘনঘন সাবান দিয়ে হাত পরিস্কার করা ও বাহির থেকে আনা যেকোনো জিনিস পরিস্কার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে তারপর ব্যবহারের পরামর্শ দেন তিনি।