এম. হাসান রিয়াদ-হাবিপ্রবি প্রতিনিধিঃ একটা জাতির উন্নতির অঙ্কুর সুপ্ত থাকে সে জাতির শিশুদের মাঝে। শিশুরাই আগামি দিনের ভবিষ্যৎ। কিন্তু বর্তমান বিশ্বে সবাই যখন আকাশচুম্বী স্বপ্ন নিয়ে ছুটে চলেছে নিরন্তর তখনও আমরা দেখি হাঁড় হিম করা শীতের রাতে এদেশের রেলষ্টেশনে বস্ত্রহীন ক্ষুধার্ত শিশুর কাঁপন। কাঁঠফাঁটা রোদ্দুরেও তারা পিঠে ঝুলি নিয়ে টোঁকাই হয়ে নেমে পড়ে বেঁচে থাকার তাগিদে। অথচ এদের হাতে থাকার কথা ছিল কলম-পিঠে স্কুলব্যাগ।
এসমস্ত সুবিধাবঞ্চিত শিশুদের মুখে অন্ন তুলে দিয়ে তাদেরকে আলোর পথ দেখাতে হাতে আলোকবর্তিকা নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘ARISE HELP for CHILD’ Foundation.
সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সাবলম্বীকরন এবং তরুণদের সুসংগঠিত করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুমুক্ত একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর গুটিকয়েক স্বপ্নবাজ তরুণের হাত ধরে পথচলা শুরু হয় “এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন”এর।
এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্নথেকেই সংগঠনটির লক্ষ্য অর্জনের জন্য চারটি ডিপার্টমেন্টের মাধ্যমে নানাবিধ কার্যক্রম পরিচালনা আসছে। ফাউন্ডেশনের চারটি ডিপার্টমেন্ট হলোঃ
১. ডিপার্টমেন্ট অফ এডুকেশন
২. ডিপার্টমেন্ট অফ হেলথ
৩. ডিপার্টমেন্ট অফ সোশ্যাল এওয়ারর্নেস
৪. ডিপার্টমেন্ট অফ ইয়ুথ এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট
বিগত কয়েকমাস যাবৎ ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন জিলায় তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। নীলফামারি, দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, ফেনি, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, ময়মনসিং, জয়দেবপুর সহ বিভিন্ন জিলায় কয়েকটি ইউনিটে ফাউন্ডেশনটি তাদের কার্য পরিচালনা করে। তাদের ইউনিট ভিত্তিক ক্যাম্পিংয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারের মাঝে (সাতক্ষীরা-১৬০, খুলনা-২৭, ফেনি-১২, চট্টগ্রাম-৭০, কক্সবাজার-৩৫, সিলেট-৩০, জয়দেবপুর-২৫, ময়মনসিং-১৫, দিনাজপুর-৭৭, নীলফামারি-৫১, সর্বমোট-৫০২ টি) উপহার স্বরূপ চাল, ডাল, ভোজ্য তেল, লবন, আঁটা, আলু ও সাবান বিতরণ করে। এছাড়াও বস্তি এলাকার শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষাউপকরণ প্রদান করে এবং ভর্তি ফি, মাসিক বেতন পরিশোধ করে তাদের স্কুলের পথ সুগম করে তুলেছে। এছাড়াও প্রতিবন্ধি শিশুদের জন্য হুইলচেয়ার, স্পেশাল শিক্ষাব্যাবস্থা এবং ফিজিক্যাল থেরাপির মত সুবিধা নিয়ে পাশে দাঁড়িয়েছে সংস্থাটি।
গেল রমজান মাসে কোভিড-১৯ সংক্রমণ এড়াতে সারাদেশব্যাপি যখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই দুর্বিষহ মুহুর্তে অসংখ্য পরিবারকে ইফতার প্যাকেজ উপহার দিয়ে এবং বেশ কয়েকটি পরিবারের পুরো ২ মাসের ব্যয়ভার বহণ করেছে ARISE HELP for CHILD ফাউন্ডেশনটি।
২০২০ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদে ঈদবস্ত্র বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, গুণীজন সংবর্ধনা, স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবী সংগঠন সংবর্ধনা, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কার্যক্রম, ত্রাণ বিতরণ কার্যক্রম, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারসহ নানাবিধ সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করতে শুরু করেছে AHC ফাউন্ডেশন।