1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শার্শায়য় ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা আদায়

  • প্রকাশের সময় রবিবার, ৭ জুন, ২০২০
  • ৪২ বার সংবাদটি পাঠিত

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা- বেনাপোলে বিভিন্ন মোটরযানসহ দোকানপাট মনিটরিং এ ও কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৬ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে শার্শা উপজেলার বেনাপোল বাজার, রামপুর, জামতলা, সাতক্ষীরা মোড় ও নাভারণ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম।

এসময় অনিয়মের অভিযোগে, যানবাহন চলাচল, যাত্রী পরিবহন সহ চা, হোটেল ও মুদি দোকান খোলা রাখার দায়ে ১০টি মামলায় ৬ হাজার ৪০০ টাকা (ছয় হাজার চারশত টাকা) জরিমানা করা হয়।

খোরশেদ আলম বলেন, অভিযানকালে দেখা যায় অনেক মোটর ও যাত্রীবাহী গাড়ি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যাত্রী বহন করছে এবং অনেক দোকানদার দোকানের কার্য পরিচালনা করছে। উপর্যুক্ত অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। এবং সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION