1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই এর অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৮ বার সংবাদটি পাঠিত

যশোর অফিস

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর ফার্ম মেশিনারি এন্ড পোস্টহার্ভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীন কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্প এর অর্থায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কে নিয়ে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা ও “কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা উদ্বোধন শেষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হোসেন আল মামুন, যবিপ্রবি; প্রফেসর শিরিন নিগার, ডিন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, যবিপ্রবি; প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, চেয়ারম্যান, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, যবিপ্রবি এবং ড. মো. আলতাফ হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএআরএস, বিএআরআই, যশোর। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক, সভাপতিত্ব করেন ড. মো. নূরুল আমিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ এবং প্রকল্প পরিচালক, এফএমডি প্রকল্প। অনুষ্ঠানে বিএআরআই এর বিভিন্ন বিজ্ঞানীবৃন্দ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারের পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণের জন্য “ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশন” অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা ভবিষ্যৎ কৃষি যান্ত্রিকরণের লক্ষ্যে ও চতুর্থ শিল্প বিপ্লব এর নিরিখে কৃষির আধুনিকায়নের জন্য ১১ টি আইডিয়া পোস্টার আকারে উপস্থাপন করেছে। বাংলাদেশ তথা দক্ষিণাঞ্চলের কৃষিকে যান্ত্রিকীকরণে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যান্ত্রিক কৃষির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পোস্টার আকারে উপস্থাপন করেন। এই ১১টি আইডিয়া থেকে বিচার বিশ্লেষণ করে ৩টি আইডিয়া কে ১ম, ২য় এবং ৩য় পুরস্কার হিসেবে পর্যায়ক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং ৫০০০ টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এই কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রাণবন্ত ইভেন্ট সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুল মজিদ মহোদয় বলেন, গবেষণা প্রতিষ্ঠানের সাথে একই ফ্রেমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাজ করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা করার মনোভাব সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় নিয়ে আগ্রহ তৈরি হবে। তিনি আরো বলেন বাংলাদেশের কৃষি সেক্টরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মত গবেষণা প্রতিষ্ঠানের অবদান অপরিসীম। তিনি ভবিষ্যতে এরকম আরো সেমিনার হবে এই আশা ব্যক্ত করেন। সভাপতি মহোদয় তার বক্তৃতায়, বি এআরআই উদ্ভাবিত পঞ্চান্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ও শিক্ষার্থীদের প্রাণবন্তভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION