হাবিপ্রবি প্রতিনিধিঃ কোভিড-১৯ সংক্রমণ এড়াতে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে লকডাউন ও সাধারন ছুটি, জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়াতে ও রয়েছে নিষেধাজ্ঞা। এরইমাঝে বিদ্যুৎ বিলে চলছে রমরমা জালিয়াতি৷ গ্রাহকের সার্ভিস মিটার হিসাব না করেই আনুমানিকভাবে তারা বিল বসাচ্ছে। এ ব্যাপারে বিদ্যুৎ অফিসে কথা বলতে গেলে তারা জানান, কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে জনসমাগম না করার লক্ষ্যে তারা গত বছরের একইমাসে ব্যবহৃত বিদ্যুতের ইউনিট হিসেবে এবছরেও বিল করছে যা পরবর্তী মাসের বিলে সমন্নয় করা হবে। কিন্তু গত মে মাসের বিলের কাগজে দেখা যায় বিদ্যুৎ অফিস কোনরকম সমন্নয় করা ছাড়াই লকডাউনের মাসগুলোতে ব্যবহৃত সমূদয় ইউনিট হিসেবেই বিল করছে।
এ নিয়ে সাধারন জনগণের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। বারবার যোগাযোগ করেও কিছু গ্রাহকের সমস্যা সমাধান হলেও দৃষ্টান্তমূলক কোন ফায়দা এখনো পাওয়া যায়নি।