আজিজুর রহমানঃ দীর্ঘ তিন মাসের অধিক সময় অতিবাহিত হলো কোভিড -১৯ এর কারণে চারুপীঠ অার্ট স্কুলের ক্লাস বন্ধ থাকার পর শুক্রবার বিকাল সাড়ে চারটাই অনলাইন ক্লাস শুরু হয়। চারুুপীঠ কার্যালয়ে অনলাইন ক্লাস উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক উৎপল দে।
অনলাইন ক্লাসে প্রশিক্ষণ প্রদান করেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক সাগর চট্টোপাধ্যায়। এই অন লাইন ক্লাসে শুভেচ্ছা জানাতে অনলাইনে সংযুক্ত হয়েছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মদন সাহা অপু, সহ সভাপতি প্রভাষক তাপস মজুমদার, সহকারি পরিচালক শ্রাবন্তি রায় দে
ও মৌসুমী সরকার স্বাগত জানাই। প্রতিষ্ঠানের পরিচালক উৎপল দে সাথে কথা বলে জানা যায় করোনা কালীন সময়ে শিক্ষার্থীদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অাপাতত অনলাইনের মাধ্যমে ক্লাস চলবে। যদি কোন শিক্ষার্থী তাদের অভিভাবকের মাধ্যমে ক্লাস ফলো করে নির্ধারিত ছবিটি অংকন করে পরিচালক কিংবা চারুপীঠের অাইডির ইনবক্সে পাঁঠিয়ে দেয় তাহলে সংশোধন যোগ্য ছবি প্রশিক্ষকের দ্বারা সংশোধন করে পাঠানো হবে।
কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান বলেন, অনলাইনে চিত্রাংকন ক্লাস
অবশ্যই যুগোপযোগী কল্যাণ মূলক কাজের দিকনির্দেশক হিসাবে দায়িত্ব পালন করবে।