আজিজুর রহমানঃ উদীচী কেশবপুর শাখা সংসদ ২৫ টি অস্বচ্ছল পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন। মানবিক সহায়তা পাওয়া ২৫ টি অস্বচ্ছল পরিবারের সদস্যরা অধিকাংশই উদীচী-সহ কেশবপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে কোন না কোনভাবে জড়িত।
শুক্রবার উদীচী কেশবপুর শাখার কার্যালয়ের সামনে উদীচী যশোর এবং কেশবপুরের যৌথ উদ্যোগে এবং উদীচীর অন্যতম শুভাকাঙ্খী মনিরাম কলেজের প্রভাষক কেশবপুরের বাসিন্দা নুরুল ইসলাম খোকন ও রেশমা ইসলাম রেনু দম্পতির বিশেষ সহায়তায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। উদীচী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উদীচী কেশবপুর শাখার অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের সাংবাদিক মোতাহার হোসেন, উদীচীর উপদেষ্টা ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল আলী, প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, সহ-সভাপতি সৌমেন বিশ্বাস, অনিমেষ সাহা, সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, গ্রামের কাগজের কেশবপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, কপোতাক্ষ নিউজ এর বার্তা সম্পাদক ও দৈনিক আজকের আলোকিত সকালের কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু, উপজেলা লোকজ একাডেমীর পরিচালক সিরাজুল ইসলাম ও কলতান সংগীত একাডেমীর পরিচালক প্রদীপ বসু পল্টু প্রমুখ।