আজিজুর রহমানঃ কেশবপুরে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অধিকাংশ বিলে পরিশোধ করা বিল যুক্ত করে দেয়া হয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছে হাজারো গ্রাহক। পরিশোধ করা বিল ঠিক করতে তাদের আবারও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নতুন বিল তৈরী করে পুনরায় জমা দিতে হচ্ছে। এতে ভোগান্তিতে পরেছে গ্রাহকরা। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মানা হচ্ছে না। বৃহস্পতিবার কেশবপুর জোনাল অফিসে দেখা যায়, শ শ নারী-পুরুষ দূরত্ব বজায় না রেখে বিদ্যুৎ বিল দিতে ও সংশোধন করতে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন।ভুক্তভোগী গ্রাহকরা জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও তারা বিদ্যুৎ বিল দিতে পারছেন না প্রচন্ড গরমের ভেতর। পৌরসভার তাপস দেবনাথ, মধ্যকুলের আব্দুর কাদের ও কৃষ্ণ দেবনাথ, জানান তাদের বিলে পূর্বেও বিল তুলে দিয়েছে তাই সংশোধন করতে এসেছি।করোনার মহামারিতে সামাজিক দূরত্ব না মেনে জীবন বাজি রেখে হাজারো গ্রাহকদের সারাদিন লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। সেখানে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ।কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের ম্যানেজার আব্দুল লতিফ জানান, মার্চ মাসের হাজার হাজার গ্রাহক নির্ধারিত সময় ১০ তারিখের পর বিল পরিশোধ করেছেন। যারা ১০ তারিখে পরে বিল পরিশোধ করেছেনে তাদের বিলেই মার্চ মাসের বকেয়া যোগ করা হয়েছে। তবে এটা প্রায় ৭৫ হাজার গ্রাহকের মধ্যে কয়েক হাজার হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে তিনি বলেন, আমরা চিহৃ করে দিয়ে রেখেছি। তা মানচ্ছে না অনেকেই।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান জানান, পরিশোধ করা বিল যুক্ত করা তাদের ঠিক হয়নি। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। তিনি আরও বলেন, বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবশ্যই স্ব্যাস্থবিধির নিয়ম মেনে কাজ করতে হবে।