মনিরামপুর(যশোর)প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের খাটুয়াডাঙ্গা গ্রামের সরূপ জাহান সাথী (৩২) কে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে বিবস্ত্র অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, স্বরুপজান বেগম সাথী দূর্বাডাজ্ঞা ইউনিয়নের রহিম বাক্সের মেয়ে। গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে, রাতের খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পড়েন স্বরুপজান সাথী। পরদিন সকালে, তার সতিনের মেয়ে ফাতেমা খাতুন (২৫) সাথীকে ডাকার জন্য তার ঘরে গেলে, বিভর্স দৃশ্যের সম্মুখীন হন।
ফাতেমা ঘরের দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে দেখেন যে, স্বরুপজান গলাকাটা এবং রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে । নিহতের স্বামী আব্দুর রশিদ মিন্টু এবং তার প্রথম স্ত্রী সুমা পারভীনের মধ্যে পারিবারিক সমস্যা থাকায়, তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরনা করছে পুলিশ।
এখনো পর্যন্ত হত্যার কারণ স্পষ্ট না হলেও, পুলিশ তদন্তে নেমেছে এবং ঘটনা সম্পর্কে অধিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এলাকাবাসী এই ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন।
এ ঘটনার পর থেকে স্বামী ও সতিন পলাতক রয়েছে।
এ বিষয়ে মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, লাশ উদ্দ্বার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনা উদঘাটন ও আসামি গ্রেফতারে কাজ করছে ।